Pori Moni: রহস্যমৃত্যু পরীমণির? উদ্ধার করা হয়েছে দেহ? যা জানা গেল...

Pori Moni: পরীমনির সঙ্গে এহেন ঘটনাই ঘটেছে। একের পর এক ফোন একের পর এক মেসেজ গেছে তার কাছে। আপনি কি বেঁচে আছেন? নাকি আপনি মরে গেছেন? কখন মারা গেছেন? এই সমস্ত প্রশ্নে তার ফোন এখন ভর্তি।

Pori Moni: পরীমনির সঙ্গে এহেন ঘটনাই ঘটেছে। একের পর এক ফোন একের পর এক মেসেজ গেছে তার কাছে। আপনি কি বেঁচে আছেন? নাকি আপনি মরে গেছেন? কখন মারা গেছেন? এই সমস্ত প্রশ্নে তার ফোন এখন ভর্তি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pori moni

pori moni - সত্যিই আর নেই পরী?

Pori Moni Death News Viral: সেকি সাংঘাতিক কান্ড! হঠাৎ করে পরীমণিকে নিয়ে এমন আলোচনা হল কেন? বাংলাদেশের এই চর্চিত অভিনেত্রীকে নিয়ে সমালোচনা লেগেই থাকে। তাই বলে তাঁর মৃত্যুর খবর! সেকি কান্ড? পরীমণির নাকি রহস্য মৃত্যু হয়েছে! এবং তার নাকি দেহ উদ্ধার করা হয়েছে! এমন একটি খবর তার ভক্তদের জন্য বেশ চাঞ্চল্যকর। তারকার মৃত্যু যদিও বা নতুন ঘটনা নয়, কিন্তু যে মানুষটি দুই ছানাপোনাকে নিয়ে সুখে সংসার সাজিয়েছেন, যে মানুষটি মনের দিক থেকে নিতান্তই আনন্দে আছেন। প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন, তাকে নিয়ে এমন খবর রটলে কারোর ভালো লাগে?

Advertisment

পরীমণির সঙ্গে এহেন ঘটনাই ঘটেছে। একের পর এক ফোন, একের পর এক মেসেজ গেছে তার কাছে। আপনি কি বেঁচে আছেন? নাকি আপনি মরে গেছেন? কখন মারা গেছেন? এই সমস্ত প্রশ্নে তার ফোন এখন ভর্তি। পরীর নাকি দেহ উদ্ধার করা হয়েছে। তার নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আর এই খবর রটতে না রটতেই, অভিনেত্রী সোজাসুজি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে সমাজ মাধ্যমে হাজির হলেন।  ব্যস্ত ছিলেন শুটিংয়ে। তাঁর ফোন যে এই ধরনের বার্তায় ভরে যাবে তিনি ভাবতেও পারেননি। নিজেই নিজের মৃত্যুর খবর কানে শুনবেন?

Ankita Lokhande: সমুদ্র সৈকতে কার হাত ধরলেন অঙ্কিতা? স্বামী ভিকি নয়, …

অভিনেত্রীকে বলতে শোনা গেল, "আপনি ভাবুন, আপনারা আত্মীয় মারা গেছে। আপনি তাকে ফোন করে জিজ্ঞাসা করছেন, যে আপনি কখন মারা গেছেন? মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছেন? কোন একটা পোস্ট, বা কোন একটা গুজব, এমনই যে আমার নাকি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেখুন মৃত্যু তো আসলে খুব স্বাভাবিক। আমি যেকোনো মুহূর্তেই চলে যেতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যেতে পারি। কিন্তু আমি খুব স্বাভাবিক মৃত্যু আমার আল্লাহর কাছ থেকে চেয়েছি। আপনারা ভাবতে পারছেন যে এই খবরটা আমি নিজে কানে শুনেছি, কত মাত্রায় শক আমি?"

Advertisment

এরপরই আসল কথা তিনি বলে বসেন। বাংলাদেশের আরেক রচিত নায়িকা, নুসরাত ফারিয়া, তাকে গ্রেফতার করা হয়েছে হত্যা চেষ্টার অভিযোগে। এই বিষয়টাকে উল্লেখ করে পরিমনি বলেন, "চার বছর আগেও আমিই ছিলাম সব দোষের ভাগীদার। আলুর দাম বাড়লেও আমাকে নিয়ে খবর হত। তখন কিছু না পারতো, আমার একটা করে বিয়ে দিয়ে দিত। আর এখন তো বিয়ে দিয়ে দিতে পারছে না, সে কারণে আমাকে মেরে ফেলছে। আপনারা তো জানেন আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির, এক স্বনামধন্য ব্যক্তিত্বকে নিয়ে বর্তমানে যা চলছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে মেরে ফেলার থেকে ভালো উপায় মনে হয় খুঁজে পাইনি। অন্তত, আমার তাই মনে হয়েছে। ভেবেছে একটা মৃত্যুর খবর, যদি কোন রিঅ্যাকশন না আসে, তাহলে একশন নেওয়া যাবে। এত সোজা না। আমি বেঁচে আছি। সুস্থভাবে আছি। আমার জ্বর হলেও লোকে জানেন। আমি সবাইকে বলি যে আমার সঙ্গে কী হয়েছে।"

Actress Death: ১৯-এ সব শেষ! মদ্যপ অবস্থায় বারান্দা থেকে পরে মর্মান্তিক মৃত্যু, আগের মুহূর্তে কী করেছিলেন অভিনেত্রী?

অভিনেত্রী, সাফ জানিয়ে দেন তিনি আর যাই করুন না কেন, আত্মঘাতী হবেন না। জীবন এখন বিন্দাস তাঁর। দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন। মৃত্যুর কোনরকম অস্বাভাবিক পথ তিনি বেছে নেবেন না।

Bangladesh Actress Pori Moni Pori Moni