Pori Moni Baby ICU: আইসিইউ-তে একরত্তি মেয়ে, ধুম জ্বরে হাসপাতালে কাতরাচ্ছে মা-ছেলে! ভয়ংকর পরিস্থিতি পরি মণি-র পরিবারে

Pori Moni-Son Hospitalized: পরিবারের প্রত্যেকে অসুস্থ। একরত্তি মেয়ে আইসিইউ-তে। ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি মা ও ছেলে। শ্বাসকষ্টের সমস্যায় জর্জরিত অভিনেত্রী। কঠিন পরিস্থিতি পরি মণির পরিবারে!

Pori Moni-Son Hospitalized: পরিবারের প্রত্যেকে অসুস্থ। একরত্তি মেয়ে আইসিইউ-তে। ধুম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি মা ও ছেলে। শ্বাসকষ্টের সমস্যায় জর্জরিত অভিনেত্রী। কঠিন পরিস্থিতি পরি মণির পরিবারে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পুরো পরিবার হাসপাতালে

Pori Moni: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরি মণি। মারাত্মক কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করছেন অভিনেত্রী ও তাঁর দুই সন্তান। ছেলের জন্মদিন পালনের পরই এক লহমায় যেন আনন্দ বদলে গেল বিপদে। একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন মা ও দুই খুদে। সোশ্যাল মিডিয়ায় থার্মোমিটারের ছবি শেয়ার করে ছেলের ১০২ জ্বরের কথা জানিয়েছিলেন পরি মণি। এরপরই জানান, তিনি নিজেও প্রচণ্ড জ্বরে ভুগছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে অসুস্থ থাকায় চিকিৎসক তাকেও ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে এমনটাই জানা যাচ্ছিল। অন্যদিকে পরি মণি নিজেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শুধু ছেলে নয় তাঁর মেয়েও অসুস্থ। এই মুহূর্তে সে রয়েছে আইসিইউ-তে।

Advertisment

একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'বাসার সবার জ্বর!' অর্থাৎ বাড়ির প্রত্যেকে জ্বর। অপর একটি পোস্টে পরি মণি জানিয়েছেন, 'আমার মেয়ে আইসিইউ- তে। আমার ছেলের ১০২ জ্বর । আমার ১০৩.৫ জ্বর,কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ !' অভিনেত্রীর এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

Advertisment

প্রথম আলো-র খবর অনুযায়ী, রবিবার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী। শ্বাসকষ্ট এতটাই বেড়ে গিয়েছিল যে চিকিৎসক নেবুলাইজার চালানোর পরামর্শ দিয়েছিলেন। সোমবার দুপুরে জানা যায়, এখন শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে প্রচণ্ড জ্বর আর শরীরে ব্যথা। তাই আগামী কয়েকটা দিন তাঁকে হাসাপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন 'তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে...', ছেলের ধুম জ্বরের মাঝে কাদের উপর চটলেন পরি মণি?

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় পরি মণি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেছিলেন। যার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। ওপার বাংলার অভিনেত্রী লিখেছেন, 'এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্ম কাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিশদে আসছে...।' এরপরই জানান, তাঁরা তিনজনই গুরুতর অসুস্থ। পরি মণির নতুন ছবি 'গোলাপ'। শীঘ্রই শুরু হবে সিনেমার শুটিং। ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। এই ছবিতে তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। 

আরও পড়ুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পরি মণি, দোসর ছোট্ট সোনা! কেমন আছে মা ও সন্তান?

Actress Pori Moni