Guru Randhwa attacked: সম্প্রতি কানাডাতে অনুষ্ঠান করতে গিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত হন গায়ক গুরু রন্ধওয়া। বিগত ৪৮ ঘ্ণ্টায় তাঁর আহত মুখের ছবি শোরগোল তুলেছে সোশাল মিডিয়াতে। তার পরেই সিদ্ধান্ত নিয়েছেন গুরু যে ওদেশে আর কখনও গান গাইতে যাবেন না।
আমেরিকা ও কানাডা মিলিয়ে বেশ লম্বা একটি মিউজিক্যাল ট্যুরে বেরিয়েছিলেন সম্প্রতি গুরু রন্ধওয়া। অনেকগুলি শহরে তাঁর গানের অনুষ্ঠান ছিল। গত ৩০ জুলাই কানাডার ভ্যাঙ্কুভারে, অনুষ্ঠান শেষে তাঁক আচমকা আক্রমণ করে বসেন অচেনা এক ব্যক্তি। সেই আক্রমণ এতটাই আকস্মিক ছিল যে গুরুতর ভাবে জখম হন গুরু।
আরও পড়ুন: পোস্টার বিতর্কে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’
মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটি চলাকালীনই ওই ব্যক্তি বার বার স্টেজে ওঠার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাকর্মী ও অন্যান্যদের চেষ্টায় তা পারেননি। এর পরে অনুষ্ঠান শেষ হলে গুরু যখন স্টেজ থেকে নামতে যাবেন, তখনই কোনওমতে গুরুর সামনে এসে ওই ব্যক্তি গায়কের মুখে সজোরে ঘুঁষি মারেন। তার পরেই অবশ্য সেই ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। কিন্তু ততক্ষণে গুরুতর ভাব আহত গায়ক।
এনডিটিভি ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, গুরুকে চারটি স্টিচ নিতে হয়েছে মুখে। এর পরে ব্যান্ড এড লাগানো মুখের ছবি তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে পোস্ট করে গায়কের সোশাল মিডিয়া টিম। পুরো ঘটনাটির একটি বর্ণনাও দেওয়া হয় সেখানে। যথারীতি সোশাল মিডিয়ায় এই ঘটনার তীব্র প্রতিবাদ হয়। কিন্তু ঠিক কী কারণে ওইভাবে গুরুকে আক্রমণ করেছিলেন সেই ব্যক্তি তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ‘ছবির নাম হোক ‘অবতার’, আমিই বলেছিলাম ক্যামেরনকে’: গোবিন্দা
তবে এই ঘটনার পরে গুরু একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। একটি আনুষ্ঠানিক প্রেস বিবৃতিতে গুরু জানিয়েছেন যে তিনি আর কখনও কানাডায় অনুষ্ঠান করতে যাবেন না। অতীতে এই ধরনের ফ্যান অ্যাটাক আরও অনেক গায়কের সঙ্গেই হয়েছে, দেশে হোক বা বিদেশে, যা কোনওভাবেই কাম্য নয়।
একটা ব্যাপার অবশ্য স্পষ্ট নয়-- যিনি আক্রমণ করেছিলেন গুরুকে, তিনি কি কোনও ফ্যান নাকি ব্যক্তিগত কোনও শত্রুতাবশত এমন একটি কাণ্ড করে বসলেন, সেটা এখনও জানা যায়নি।