/indian-express-bangla/media/media_files/2025/05/05/hKSbZsC1MRUoBd3kqDvY.jpg)
বলিউড নিয়ে বিস্ফোরক অভিনেতা
Prakash Raj: ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্পষ্ট বক্তা আছেন অনেকেই। তাঁদের মধ্যে অন্যতম অভিনেতা প্রকাশ রাজ। যে কোনও বিষয়ই স্বাধীনচেতা মনোভাব তাঁর। মতপ্রকাশে একেবারে নির্ভীক। পহেলগাঁও কাণ্ডে পাক তারকাদের ভারতে নিষিদ্ধ করা বা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার বিপক্ষে কথা বলেছেন। অভিনেতার দাবি, দর্শক বিচার করুক। সরকার কেন শিল্পীর কাজে বাধ সাধছে? কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজে বাধা সৃষ্টি করা মানে শিল্পী ও শিল্প-দুইয়েরই অপমান। এবার ইন্ডাস্ট্রির সহকর্মীদের নিয়েই বিস্ফোরক প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, সতীর্থদের অনেকেই সরকারের বিপক্ষে কথা বলতে বয় পান। রাজনীতি নিয়ে মত প্রকাশে তারকারা কেন পিছপা হয়ে যান সেই নিয়েও প্রশ্ন তুলেছেন দক্ষিণী অভিনেতা। প্রকাশ রাজের বক্তব্য, 'একদল ভয় পায় আর বাকিরা সরকারের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন'।
Lallantop-এর সঙ্গে কথা বলার সময় তিনি বারবার বলেছেন, সিনেমা মুক্তিতে যদি সরকার বাধা দেয় তাহলে জন্য শিল্পীদেরও পালটা লড়াই করা উচিত। তাঁর মতে, 'প্রথমত, ক্ষমতাশালী সরকার যে কোনও কথপকথোপ থামিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, সেই একই ক্ষমতা শিল্পীদেরও মধ্যেও থাকা উচিত। তাঁদের মনে রাখতে হবে কী ধরনের ছবি তাঁরা তৈরি করছেন। ছবি মুক্তির জন্য আপ্রাণ লড়াই করতে হবে। এই উদ্যোগ ও মনের ইচ্ছেটা ভীষণ প্রয়োজন।' ইন্ডাস্ট্রির সহকর্মীদের উপর ক্ষোভপ্রকাশ করে কী বললেন প্রকাশ ঝা?
অভিনেতার সংযোজন, 'আমার সহকর্মীরাই ভীতু। ওঁরা কথা বলতে ভয় পায়। একদল আছে যাঁরা আতঙ্কে মুখ বন্ধ রাখে আর অপর একদল নিজেদের অস্তিত্বটাই সরকারের কাছে বিকিয়ে দিয়েছে। আমার খুব কাছের এক বন্ধু আমাকে বলেছিলেন, প্রকাশ তোমার সাহস আছে তাই তুমি বলতে পারো। আমার সেই সাহসটা নেই। কিন্তু, আমি ওঁর সঙ্গে সহমত হতে পারিনি। কারণ ভবিষ্যতে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কোনও ইতিহাস লেখা হবে তখন তাঁদের কথা লেখা হবে যাঁরা অন্যায়ের সঙ্গে যুক্ত। কিন্তু, যাঁরা ভীতু-কথা বলতে ভয় পায় তাঁদের কথা কিন্তু উল্লেখ থাকবে না। আসলে সকলেই সমান দোষে দোষী।'
আরও পড়ুন দলা পাকানো কুঁচকানো কালো চামড়া-লাল চোখ! অভিনেত্রীর মুখের এই ভয়ংকর অবস্থা দেখলে আঁতকে উঠবেন
প্রকাশ ঝা আরও যোগ করেন, 'ওঁরা কথা বলতে ভয় পায় কারণ সিনেমায় অভিনয় করে। মুখ খুললে হয়ত কাজ হারাবে বা যেমনটা আশা করছেন তেমনটা পাবেন না। ইন্ডাস্ট্রির অন্দরমহলের চিত্রটা আসলে এইরকমই। কিন্তু, এই পরিবেশটাই আমাকে মাথা তুলে বাঁচার, সত্যি কথা বলার সাহস জুগিয়েছে। আমার মতে লড়াই করে বাঁচার মানসিকতা তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকের উচ্চস্বরে কথা বলা উচিত।' কণ্ঠ বের করলে যদি কেউ কাজ হারায়? সেই প্রসঙ্গে প্রকাশের মত, 'কেউ কাজ পাবে না তা নয়। কিন্তু, যতটা পাওয়ার কথা ছিল সেটা পাবে না।' প্রকাশ ঝা-কে শেষ দেখা গিয়েছে Suriya-র লেটেস্ট রিলিজ রেট্রো।