Priya Marathe Death: ক্যানসার কেড়ে নিল প্রাণ, মাত্র ৩৮-এ অকাল প্রয়াণ 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রিয়ার!

Priya Marathe Passes Away: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী প্রিয়া মারাথে। ৩১ অগাস্ট নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী।

Priya Marathe Passes Away: ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী প্রিয়া মারাথে। ৩১ অগাস্ট নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অকাল প্রয়াণ

Pavitra Rishta actress Priya Marathe: মারাঠি ও হিন্দি টেলি দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রিয়া মারাথে। সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে অভিনীত পপুলার ডেইলি সোপ পবিত্র রিস্তায় তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। কিন্তু, অচীরেই থমকে গেল সব স্বপ্ন। মাত্র ৩৮-এ না ফেরার দেশে এই জনপ্রিয় অভিনেত্রী। বিগত বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। রবিবার ভোর চারটের সময় সব শেষ! মীরা রোডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রিয়া। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। আজ অর্থাৎ রবিবার বিকেল চারটের সময় প্রিয়া মারাথের শেষকৃত্য সম্পন্ন হবে।  

Advertisment

মারাঠি মেগাতেও প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাথের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও টেলিভিশন অভিনেত্রী হিসেবে ছিল তাঁর জুড়ি মেলা ভার। ১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তাঁর বেড়ে ওঠা। মুম্বইয়ের স্কুল ও কলেজ থেকেই পড়াশোনা শেষ করেন এবং এরপর অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নেন। পড়াশোনা শেষ করার পরই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন এবং মারাঠি ধারাবাহিক 'ইয়া সুখানোয়া' এবং তারপর 'চার দিবস সাসুছে'-এর মাধ্যমে কেরিয়ারের জার্নি শুরু। 

Advertisment

আরও পড়ুন সোমের সকালে চরম দুঃসংবাদ, পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এরপর তিনি বালাজি টেলিফিল্মসের ধারাবাহিক 'কসম সে'-তে বিদ্যা বালির চরিত্রে অভিনয় করেন এবং 'কমেডি সার্কাস'-এর প্রথম সিজনেও দেখা যায় প্রিয়াকে। এর পরে সুযোগ পান প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখাণ্ডে জুটির জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা'-এ।  ২০১২ সালে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' ছাড়াও তু তিতে মে, ভাগে রে ম্যান, জয়স্তুতে এবং ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন প্রিয়া। তবে 'পবিত্র রিস্তা'-এ অভিনয়ের পর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। উল্লেখ্য, ২০১২ সালে তিনি শান্তনু মোগেকে বিয়ে করেন প্রিয়া।

আরও পড়ুন দীর্ঘ রোগের সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি, মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তেজস্বী

actor death news death news