Legendary Actress Death: দীর্ঘ রোগের সঙ্গে লড়াইয়ে ইতি, প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি, মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তেজস্বী

Jyoti Chandekar Passed Away: অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চিরঘুমে খ্যাতনামা মারাঠি অভিনেত্রী। জ্যোতি চান্দেকরের প্রয়াণে শোকের ছায়া সিনেদুনিয়ায়। মায়ের স্মৃতিতে আবেগপ্রবণ পোস্ট মেয়ে তেজস্বীর।

Jyoti Chandekar Passed Away: অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চিরঘুমে খ্যাতনামা মারাঠি অভিনেত্রী। জ্যোতি চান্দেকরের প্রয়াণে শোকের ছায়া সিনেদুনিয়ায়। মায়ের স্মৃতিতে আবেগপ্রবণ পোস্ট মেয়ে তেজস্বীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত জ্যোতি

Jyoti Chandekar Death: ফের বিনোদুনিয়ায় শোকের ছায়া। ১৬ অগাস্ট, শনিবার পুনেতে প্রয়াত হন খ্যাতনামা মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিগত কয়েকদিন ধরেই পুনেতে চিকিৎসাধীন ছিলেন তিনিবর্ষীয়ান অভিনেত্রী জ্যোতি। দীর্ঘ অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে বলে খবর। অসুস্থতার কারণ সম্পর্কিত কোনও তথ্য এখনও পরিবারের তরফে জানানো হয়নি। জনপ্রিয় ধারাবাহিক 'থারালা তার মগ'-এর প্রিয় চরিত্র 'পূর্ণা আজী'-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন জ্যোতি। শনিবার সকাল ১১টায় পুনের বৈকুণ্ঠ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

Advertisment

স্টার প্রভাহ চ্যানেলে সম্প্রচারিত হয় 'থারালা তার মগ'। সেই চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে একটি পোস্টে লেখা, 'সবার প্রিয় পূর্ণা আজী তথা প্রবীণ অভিনেত্রী জ্যোতি চাঁদেকরকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।' কন্যা ও অভিনেত্রী তেজস্বী পণ্ডিত মায়ের স্মৃতিতে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের আদরের মা এবং সকলের প্রিয় প্রবীণ অভিনেত্রী মিসেস জ্যোতি চান্দেকর পণ্ডিত আর আমাদের মাঝে নেই। তিনি নিজের শর্তে জীবনে বেঁচেছেন এবং সবসময় হাসি মুখে সকলকে আগলে নিয়েছেন।'

জ্যোতি কন্যা তেজস্বিনী পণ্ডিতও মারাঠি ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী। দীপ্তি ঘোষিকার পরিচালিত ছবি Ticha Umbartha-তে মা-মেয়ের জুটি দর্শকমহলে দারুণ প্রশংসিত। ছবিতে তেজস্বিনীর শাশুড়ির ভূমিকায় ছিলেন জ্যোতি। এই ছবিটি পুরস্কারও জিতেছিল। প্রসঙ্গত, ২০২৪ সালে ‘থারালা তার মগ’ শ্যুটিংয়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সোডিয়ামের মাত্রা হঠাৎ কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং প্রায় দুই মাস বিশ্রামে ছিলেন। পরে ফের শ্যুটিংয়ে ফিরে আসেন।

Advertisment

আরও পড়ুন চারিদিকে ছড়ানো অশ্লীল ছবির মাঝেই চিরবিদায়! কী ভাবে অকাল মৃত্যু ২৮ বছরের প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীর?

 এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'মনে হয়েছিল মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। কোনও প্রোডাকশন কখনও একজন অভিনেতার জন্য দু’মাস অপেক্ষা করে না। কিন্তু সবাই আমার জন্য অপেক্ষা করেছে। আমি কাজ করিনি, তবুও তারা এমনভাবে সামলেছে যে দর্শক বুঝতেই পারেননি আমি অনুপস্থিত।'

আরও পড়ুন সোমের সকালে চরম দুঃসংবাদ, পদ্মশ্রী-পদ্মভূষণ প্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

প্রায় পাঁচ দশকের দীর্ঘ অভিনয় জীবনে জ্যোতি একাধিক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। মাত্র ১২ বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন। মেগা ছাড়াও সিনেমাতেও অভিনয় করেছেন জ্যোতি চান্দেকর। ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও। মারাঠি সিনেমা  ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির অকালপ্রয়াণে সমগ্র ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

TV Actress actor death news