সামনে দাঁড়িয়ে সাক্ষাৎ অনুপ্রেরণা, আর তার সঙ্গে একটা মুহূর্ত ফ্রেমবন্দি করবেন না এও আবার হয় নাকি। কিন্তু বাবা যেখানে খোদ ইন্ডাস্ট্রির সর্বেসর্বা সেখানে অন্য আরেকজনকে আইডল বলছেন নায়ক পুত্র!
গতকাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে শাহরুখের ( Shah Rukh Khan ) উপস্থিতি চার চাঁদ লাগিয়ে দিয়েছিল। এদিকে, ছেলে তৃষানজিতকে নিয়ে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee )। সেখানেই কিং খানকে সামনে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না বুম্বা পুত্র মিশুক। ব্যাক স্টেজে তাঁকে পেয়েই ছবি তুললেন, এমনকি বাদশার থেকে অটোগ্রাফ পর্যন্ত নিলেন। ক্যাপশনে শাহরুখের ছবির ডায়লগ তুলেই লিখলেন…
আরও পড়ুন [ KIFF 2022: সিনেমায় ‘বাকস্বাধীনতা’ কাঠগড়ায় তোলা হচ্ছে! অমিতাভের গলায় আক্ষেপের সুর ]
“সে শুধু স্টার নয়, আমার পুরোটা জগৎ জুড়ে রয়েছে ( ও সিরফ স্টার নাহি, দুনিয়া হ্যা মেরি )। আমার অনুপ্রেরণা, আমার মোটিভেশন, আমার রোল মডেল। গোটা বিশ্বের স্টার, এক এবং অনন্য শাহরুখ খান”। তাঁর কাছে যে এই ফ্যানবয় মোমেন্ট চূড়ান্ত, সেও জানিয়ে দিলেন। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপামর বাঙালির ভালবাসার মানুষ। স্বয়ং ইন্ডাস্ট্রি তিনি, এমন উপমাই ব্যবহার করেন সকলে। তারপরেও একজন হার্ডকোর শাহরুখ ফ্যান মিশুক।
আরও পড়ুন [ ‘পাঠান’ নিয়ে বিতর্ক তুঙ্গে, KIFF মঞ্চ থেকেই নিন্দুকদের হুঙ্কার ছাড়লেন শাহরুখ ]
ছবি এবং অটোগ্রাফের সঙ্গে শাহরুখের মত হাত ছড়িয়ে একটি ভিডিও পোস্ট করেন মিশুক। এদিকে, তাঁর এই উচ্ছাস দেখে আনন্দে ফুটছেন সোশ্যাল মিডিয়ার অন্যান্যরা। কেউ বললেন, “তুমি খুব ভাগ্যবান”। আবার কেউ বললেন, “শাহরুখ সত্যিই অনবদ্য, একজন হিরো এবং একজন ভাল মানুষ”। তবে, এখানেই শেষ নয়। এক অনুরাগী সোজা বলে বসলেন, “তোমার স্বপ্ন শাহরুখ আর আমার স্বপ্ন তোমার বাবার সঙ্গে দেখা করার। প্রসেনজিৎ আমার গোটা জগৎ”!
প্রসঙ্গত, কিছুদিন আগেই চোখ তুলে দেখ না গানে নেচে সোশ্যাল মিডিয়া কাপিয়েছিলেন মিশুক। তাঁকে প্রশংসায় ভরিয়েছিলেন সকলে। কেউ কেউ এমনও বাতলে দিলেন টলিউডের পরবর্তী কিং তৃষানজিত।