Tania Father Anil Jit Singh Kamboj: পঞ্জাবের ক্লিনিকে ধুন্ধুমার কাণ্ড। রোগী দেখার সময় আচমকা হাজির অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি। কর্মরত চিকিৎসকে লক্ষ্য করে গুলি। ঘটনায় মাটিয়ে লুটিয়ে পড়েন ওই চিকিৎসক। ৪ জুন শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চিকিৎসক অনিল জিৎ সিং কম্বেোজের ক্লিনিকে। গুরুতর জখম অবস্থায় নিকটবর্তী হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় তীঁকে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে রয়েছে বিনো দুনিয়ার বিশেষ যোগ। গুলিবিদ্ধ চিকিৎসকের মেয়ে তানিয়া পঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী। তাঁর টিমের তরফেই ঘটনাটি সোশ্যাল মিডিয়া মারফৎ সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাবার এই সংকটজনক অবস্থায় পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
অভিনেত্রীর বাবাকে গুলি করার মুহূর্তের বিবরণ দিয়েছেন এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী। পঞ্জাব ম্যানিয়াকে তিনি জানিয়েছেন, রোগী সেজে মোটরসাইকেলে চেপে দুইজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে। চিকিৎসকের সামনে রোগী হিসেবে চিকিৎসকের সঙ্গে কথাও বলেছে। দুজন সম্পূর্ণ পরিকল্পনা করেই এসেছিল তা একদম স্পষ্ট। কথা বলার সময় ধীরে ধীরে চিকিৎসকের কাছে গিয়ে আচমকা গুলি চালায়। Moga থানার পুলিশ সুপারিনটেনডেন্ট প্রত্যক্ষদর্শীর কথা নিশ্চিত করেছে। সেই সঙ্গে আরও জানায়েছেন, অভিনেত্রীর বাবার শারীরিক পরিস্থিতি বেশ সংকটজনক। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খুনের হুমকি পাচ্ছিলেন। কিন্তু, বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি, পরিবারের তরফে কোনও অভিযোগও দায়ের করা হয়নি।
/indian-express-bangla/media/post_attachments/9647d949-755.jpg)
ফরেন্সিক টিম ক্রাইম সিন পরীক্ষা করছে। ক্লিনিকের ওই জায়গা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটজও সংগ্রহ করা হয়েছে। বাইক আরোহীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। Moga-শহরজুড়ে একাধিক চেক পয়েন্ট কড়া তল্লাশি করা হচ্ছে। অভিনেত্রী তানিয়া, পঞ্জাবি ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে অত্যন্ত পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর টিমের পক্ষ থেকে কী জানানো হয়েছে?
আরও পড়ুন ৪০ পেরিয়ে প্রেগন্যান্ট অবিবাহিত অভিনেত্রী, বেবি বাম্পের ছবি পোস্ট করে কী বার্তা হবু 'সিঙ্গল মম'-এর?
'তানিয়ার পরিবারের তরফে জানানো হচ্ছে, এই মুহূর্তে অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দয়া করে পারাবারিক গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা একটু মানবিক হোন। কোনওরকম জল্পনা-কল্পনা করবেন না। আশা করি আপনারা পাশে থাকবেন, এই কঠিন পরিস্থিতিতে সহানুভূতিশীল হবেন।'
আরও পড়ুন 'বিদায় নেওয়ার সময় হয়েছে', শেফালির মৃত্যুশোকের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট টেলি ক্যুইনের