/indian-express-bangla/media/media_files/2025/10/21/noname-2025-10-21-19-04-25.png)
কী হয়েছিল তাঁর সঙ্গে?
Bigg Boss Fame Priya Malik: টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মালিক ‘বিগ বস ৯’-এর প্রতিযোগী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। এর পাশাপাশি তিনি নজর, ক্রাইম প্যাট্রোল এবং সাবধান ইন্ডিয়া-র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রিয়া মালিক তাঁর কবিতার জন্যও, বেশ পরিচিত মুখ। তিনি প্রথমে একজন স্পোকেন ওয়ার্ড আর্টিস্ট হিসেবে নিজের যাত্রা শুরু করেন। তবে, বছর গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের মন জয় করেন।
তবে সম্প্রতি অভিনেত্রী এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হন, যা ঘটেছিল গতকাল, অর্থাৎ দীপাবলির রাতে। ২০২৫ সালের ২০ অক্টোবর। নিজের সমাজ মাধ্যমের পেজে প্রিয়া একটি এমন অভিজ্ঞতা শেয়ার করেন, যা তাঁর জীবন পর্যন্ত কেড়ে নিতে পারত, যদি না তাঁর বাবা উপস্থিত থেকে তাঁকে বাঁচাতেন!
ইনস্টাগ্রামে প্রিয়া জানান, গতকাল রাতে দীপাবলি উদ্যাপন করতে গিয়ে তিনি এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন। তিনি যখন সেলফি তুলছিলেন, তখন একটি প্রদীপের আগুন তাঁর পিঠে লেগে যায়। মুহূর্তের মধ্যেই তাঁর কাঁধ, চুলের খোঁপা, পিঠ এবং পোশাক আগুনে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। তিনি শুধু দেখেছিলেন, তাঁর কাঁধের ধার থেকে আগুনের শিখা উঠছে, এবং বুঝে ওঠার আগেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়।
তাঁর বাবা দ্রুত উপস্থিত বুদ্ধি খাটিয়ে তাঁর জ্বলন্ত পোশাক ছিঁড়ে ফেলেন, যা ছিল একমাত্র উপায় তাঁকে বাঁচানোর। এই ঘটনার ফলে প্রিয়ার মনে গভীর দাগ পড়েছে। তিনি জানান, "ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে পারে। এক মুহূর্তের অসাবধানতা আমার জীবন কেড়ে নিতে পারত।" তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন। তাঁর কাঁধ, পিঠ এবং আঙুলে সামান্য পোড়া দাগ রয়েছে।
Sreelekha Mitra: 'প্রতিনিয়ত রক্তখক্ষরণ হচ্ছে', মানসিক যন্ত্রণায় শ্রীলেখা, উগড়ে দিলেন ক্ষোভ
প্রিয়া আরও জানান, তিনি কৃতজ্ঞ যে দুর্ঘটনার সময় তাঁর ছেলে কোলে ছিল না। তাঁর কথায়, তিনি দীপাবলি উদ্যাপন চালিয়ে যাবেন, তবে এই ঘটনার মানসিক আঘাত সারাজীবনের জন্য থেকে যাবে। তিনি আরও বলছেন, "আমি এখন ঠিক আছি। আমার কাঁধ, পিঠ আর আঙুলে হালকা পোড়া দাগ আছে। জানি না কীভাবে আরও বড় ক্ষতি ছাড়া আমি বেঁচে গেলাম। কিন্তু এই ঘটনাটা আমাকে সম্ভবত সারাজীবনের জন্য দীপাবলি নিয়ে ভয় আর মানসিক আঘাত দিয়ে গেছে। দয়া করে এমন পরিস্থিতিতে সবাই নিজেদের খেয়াল রাখুন। আর সবচেয়ে বড় কথা, আমি কৃতজ্ঞ যে ঘটনাটির সময় আমার কোলে আমার সন্তান ছিল না। আমি হয়তো আগামী বছরও দীপাবলি উদযাপন করব, কিন্তু এই ঘটনাটি আমার জীবনের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকবে।"
উল্লেখ্য, প্রিয়া মালিকের স্বামী করণ বক্ষী। দু’জনের বিয়ে হয় ২০২২ সালে, এবং দুই বছর পর তাঁদের জীবনে আসে ছেলে জোরাওয়ার সাহিব সিং বক্ষী। মাতৃত্বের পথে প্রিয়ার যাত্রা সহজ ছিল না, কারণ জোরাওয়ার জন্মের আগে তিনি একবার গর্ভপাতের মুখোমুখি হয়েছিলেন। এক সাক্ষাৎকারে প্রিয়া জানিয়েছিলেন, তাঁর প্রথম গর্ভধারণটি ছিল একেবারেই পরিকল্পনাহীন।