R Madhvan: 'আজ টাকা নাও, কাল কি হবে কে জানে', অর্থ সংকট নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মাধবন

মাধবন উদাহরণ টেনে বলেন, "অমরিশ পুরী এখনও স্টিভেন স্পিলবার্গের ছবির জন্য অবশিষ্টাংশ পান। আমি যদি হলিউড অভিনেতা হতাম, তবে মাত্র তিনটি ছবি দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের খরচ চলত।"

মাধবন উদাহরণ টেনে বলেন, "অমরিশ পুরী এখনও স্টিভেন স্পিলবার্গের ছবির জন্য অবশিষ্টাংশ পান। আমি যদি হলিউড অভিনেতা হতাম, তবে মাত্র তিনটি ছবি দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের খরচ চলত।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
R-Madhavan-1

যা বললেন মাধবন...

অভিনেতা আর. মাধবন জানিয়েছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়্যালটির মতো আয় না থাকায়, অভিনেতারা নাকি মারাত্মক নিরাপত্তাহীনতায় ভোগেন। কোনও কাজেই নাকি ঝুঁকি নেওয়া তাঁদের পছন্দ না। সম্প্রতি অক্ষয় রাঠির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হলিউডে তারকারা তাদের পুরনো কাজ থেকেও আয় করে যান, তাই তারা বড় ঝুঁকি নিতে পারেন। ভারতে যদি এমন ব্যবস্থা থাকত, তবে থ্রি ইডিওটস, রং দে বসন্তি, তানু ওয়েডস মনু-  এই তিনটি ছবিই আমার পুরো প্রজন্মকে খাওয়ানোর জন্য যথেষ্ট হতো।" 

Advertisment

শাহরুখ খানের মতো, প্রযোজক হয়ে ওঠা আর্থিক নিরাপত্তার বুদ্ধিমানের সিদ্ধান্ত? এই প্রসঙ্গে জানতে চাইলে মাধবন বলেন, “এটা কিন্তু এক রকম সমাধান নয়। শীর্ষ তারকারা প্রযোজনা করে মুনাফা নিশ্চিত করতে পারেন। কিন্তু ইন্ডাস্ট্রির নিচের স্তরের মানুষের সে সুযোগ নেই। যারা বড় অঙ্কের পারিশ্রমিক পান, তাদের নিয়ম আলাদা, কারণ তাদের ভবিষ্যৎ ইতিমধ্যেই সুরক্ষিত।”

Rihanna: বাবাকে হারিয়েছেন কিছুদিন আগেই, নতুন সদস্যের আবির্ভাব গায়িকার জীবনে

Advertisment

তিনি আরও যোগ করেন, তারকারা বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েন, কিন্তু বাস্তবে খুব কম জনই বুঝতে পারেন যে সাধ্যের বাইরে খরচ করা উচিত নয়। মাধবনের ভাষায়, "হলিউডে যদি আমার মতো হিট থাকত, আমি নিশ্চিন্তে ঝুঁকিপূর্ণ প্রজেক্টে ঝাঁপিয়ে পড়তাম, কারণ জানতাম-  আমার ভবিষ্যৎ প্রজন্মের দেখভালের জন্য তিনটি ব্লকবাস্টারই যথেষ্ট।"

তবে ভারতে পেনশন বা অবশিষ্টাংশ না থাকায় অবস্থা ভিন্ন। মাধবন বলেন, "আপনার মাথায় এটা ঘুরতে থাকে, যে কাল কী হবে তার নিশ্চয়তা নেই। তাই সবাই ভাবে, ‘আজ টাকা নাও, কাল পাওয়া যাবে কি না কে জানে।'" তিনি জানান, পেমেন্ট সংক্রান্ত অনিয়ম ইন্ডাস্ট্রিতে খুব সাধারণ ব্যাপার, কিন্তু অধিকাংশ শিল্পী চ্যালেঞ্জ করতে পারেন না সময় ও সংস্থানের অভাবে।

Zubeen Garg Death: 'আমার কষ্ট হচ্ছে', শেষ হল না স্বামীর কাজ, প্রাণপ্রিয় জুবিনের শেষকৃত্যের পরেই মুখ খুললেন গরিমা

মাধবন উদাহরণ টেনে বলেন, "অমরিশ পুরী এখনও স্টিভেন স্পিলবার্গের ছবির জন্য অবশিষ্টাংশ পান। আমি যদি হলিউড অভিনেতা হতাম, তবে মাত্র তিনটি ছবি দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের খরচ চলত।" 

অবশিষ্টাংশ বা residuals আসলে রয়্যালটির মতো অর্থপ্রদান, যা কোনো ছবি বা অনুষ্ঠান টেলিভিশন, স্ট্রিমিং বা অন্যান্য মাধ্যমে আয় করলে সংশ্লিষ্ট শিল্পীদের দেওয়া হয়। এর আগে অভিনেতা আদিল হুসেনও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে 'Star Trek: Discovery'-তে মাত্র তিনটি এপিসোডে অতিথি চরিত্রে অভিনয় করেও তিনি এখনও নিয়মিত অবশিষ্টাংশ পাচ্ছেন। তার ভাষায়, "প্রতি তিন-চার মাসে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ ডলার (প্রায় পাঁচ লাখ টাকা) পাই। অবিশ্বাস্য, তাই না?" 

Entertainment News Today Entertainment News R Madhavan