/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/raazi-759.jpg)
একশো কোটির দোরগোড়ায় রাজি। ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস।
রাজি-র হাত ধরে কি এ বছর আরও একবার একশো কোটির ঘরে পা রাখছে বলিউড? আলিয়া ভাট অভিনীত ছবির বক্স অফিসের হিসেব অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির পর থেকে এখনও পর্যন্ত মেঘনা গুলজারের এই ছবি ব্যবসা করেছে ৭৮.৩৩ কোটি টাকা। সব ঠিক থাকলে খুব শীঘ্রই একশো কোটি ছোঁবে রাজি, এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। এদিন ট্যুইটারে এ ছবির বক্সঅফিসের রিপোর্ট তুলে ধরে আলিয়া ভাটদের সাফল্যের কথা শেয়ার করলেন তরণ।
#Raazi is REMARKABLE... Crosses ₹ 75 cr mark on Day 10... Growth in biz on Sat and Sun is EXCEPTIONAL... Racing towards ₹ 100 cr...
Fri 4.75 cr, Sat 7.54 cr, Sun 9.45 cr. Total: ₹ 78.33 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) May 21, 2018
#Raazi biz at a glance...
Week 1: ₹ 56.59 cr
Weekend 2: ₹ 21.74 cr
Total: ₹ 78.33 cr
India biz.
SUPER-HIT.— taran adarsh (@taran_adarsh) May 21, 2018
আরও পড়ুন, রাজি ট্যুইটার রিভিউঃ আলিয়া ভাটের মারকাটারি অভিনয় প্রসঙ্গে পঞ্চমুখ সেলেব থেকে আমজনতা সকলেই
তরণ আদর্শের হিসেব অনুযায়ী, প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে রাজির ব্যবসা কিছুটা কমেছে। প্রথম সপ্তাহে রাজির রোজগার ছিল ৫৬.৫৯ কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে সেই অঙ্কটা দাঁড়িয়েছে ২১.৭৪ কোটি টাকায়। এই দুই সপ্তাহের বক্সঅফিস হিসেব মেলালে অঙ্কটা দাঁড়াবে ৭৮.৩৩ কোটিতে, যা একশো কোটির কাছাকাছি। পদ্মাবত, সোনু কে টিটু কি স্যুইটি, বাগী ২-র পর চতুর্থ ছবি হিসেবে শেষ পর্যন্ত একশো কোটির ঘরে আলিয়া ভাটের এ ছবি পা রাখতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে দেশের বক্সঅফিস।
আরও পড়ুন,রাজি ট্রেলার: ভারতীয় গুপ্তচর হিসাবে আলিয়া ভাটের পর্দায় অনবদ্য অবতরণ
ইতিমধ্যেই রাজি ছবিতে আলিয়ার অভিনয় নজর কেড়েছে। আম-আদমি থেকে সমালোচক, মহেশ ভাট কন্যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই ।