Dev: ইন্ডাস্ট্রির শ্রমিকদের স্যালুট, কথা রাখলেন দেব, কাল যা হল

প্রসঙ্গে, গতকাল দেব-জিৎ একজোটে ধরা দিলেন। শুধু তাই নয় এই ছবি যে অমূল্য। এই দুই তারকাকে একসঙ্গে পেতে যে এমন উৎসবের সময় বারবার আসুক, এই কথাই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রসঙ্গে, গতকাল দেব-জিৎ একজোটে ধরা দিলেন। শুধু তাই নয় এই ছবি যে অমূল্য। এই দুই তারকাকে একসঙ্গে পেতে যে এমন উৎসবের সময় বারবার আসুক, এই কথাই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
noname

যা করলেন দেব...

Dev-Raghu Dakat: দেব- বাংলার সুপারস্টার কেন সেকথা তিনি বক্স অফিসে ঝড় তুলে বারবার প্রমাণ করেছেন। তাঁর নানা ছবি, ভিন্ন ভিন্ন সময়ে, বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। খাদানের ক্ষেত্রেও ব্যতিক্রম না। তবে, রঘু ডাকাত বক্স অফিসে চূড়ান্ত সাফল্য করতে পারেনি। এবং পুজো রিলিজ হলেও গতবছরের মতো কোনও ছবি-ই আশানুরূপ ফল করতে পারেনি। 

Advertisment

দেব শেষ কিছু সময়ে, বেশ কিছু ছবি রিলিজ করেছেন। যার মধ্যে খাদান একমাত্র সেই ছবি যা তোলপাড় ফেলে দেয়। তবে, রঘু ডাকাতের যেভাবে ট্রেলার লঞ্চ হল, সেভাবে কিন্তু ব্যবসা করতে পারেনি এই ছবি। অনেকে আবার এমনও বলেছেন, দেব এত সুন্দর টপিক নিয়ে আরেকটু ভাবতে পারতেন। বিশেষত নীলকর সাহেবদের নিয়ে এই ছবি। কিন্তু এই ছবি ভাল ফল করতে না পারলেও দেব কথা রেখেছেন। 

Ikkis-Amitabh Bachchan: নাতির গুণগান যেন শেষ-ই হচ্ছে না, অগস্ত্য-র ইক্কিস নিয়ে কী বলছেন জয়া-অমিতাভ?

Advertisment

রঘু ডাকাতের গ্র্যান্ড ট্রেলার লঞ্চ উপলক্ষে টিকিট কেটে তা দেখতে গিয়েছিলেন অনেকেই। এবং, দেব জানিয়েছিলেন সেই টাকা তুলে দেওয়া হবে, ফেডারেশনের হাতে। এবং সেই কথার অনর্থ হল না। তিনি সেটাই করলেন। বরং বলা ভাল, গতকাল বিজয়া সম্মীলনি উপলক্ষে তিনি সেই টাকা ফেডারেশনের হাতে তুলে দিলেন। 

Priyanka Chopra: ভীষণ স্বার্থপর প্রিয়াঙ্কা! দেশি গার্লের মন খুলে নিন্দা করলেন অভিনেত্রী?

সেই কথা সমাজ মাধ্যমেই জানালেন তিনি। পাশে দাঁড়িয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, তাঁদের হাতেই চেক তুলে দিলেন বাংলার মেগাস্টার। তিনি বলছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রির অখ্যাত নায়কদের- আমাদের টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে, সহযোগিতা করার জন্য ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, #RaghuDakat মেগা ট্রেলার লঞ্চ থেকে প্রাপ্ত সমস্ত আয় ইতিমধ্যেই আমাদের সহকর্মী টেকনিশিয়ান ও তাঁদের পরিবারের কল্যাণে দান করা হয়েছে। এই উদ্যোগ সম্ভব করতে যাঁরা পাশে ছিলেন, অংশ নিয়েছেন, সমর্থন করেছেন- আপনাদের প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ!আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যায়।" 

প্রসঙ্গে, গতকাল দেব-জিৎ একজোটে ধরা দিলেন। শুধু তাই নয় এই ছবি যে অমূল্য। এই দুই তারকাকে একসঙ্গে পেতে যে এমন উৎসবের সময় বারবার আসুক, এই কথাই জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। 

Raghu Dakat Dev Entertainment News Today