Raj-Subhashree Holiday : পাহাড়ের কোলে ছুটির মেজাজে রাজ-শুভশ্রী, ছবি পোস্ট করে কী লিখলেন তারকা দম্পতি?

Raj-Subhashree Darjeeling: দার্জিলিঙে ছুটি কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাহাড়ের কোলে ম্যাগি-মোমোতে মজে তারকা দম্পতি।

Raj-Subhashree Darjeeling: দার্জিলিঙে ছুটি কাটাচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাহাড়ের কোলে ম্যাগি-মোমোতে মজে তারকা দম্পতি।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
পাহাড়ের কোলে ছুটির মেজাজে রাজ-শুভশ্রী

পাহাড়ের কোলে ছুটির মেজাজে রাজ-শুভশ্রী

Raj-Subhashree : ইয়ালিনির একবছরের জন্মদিন পালন করেই ফ্যামিলি ট্রিপে পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে বিদেশ বিঁভুই নয়, বাঙালির অত্যন্ত পছন্দের জায়গা 'ক্যুইন অফ হিল'  দার্জিলিং। সোশ্যাল মিডিয়ায় পাহাড় থেকে ছবি পোস্ট করেছেন রাজশ্রী। বেটারহাফ শুভশ্রীকে পাশে নিয়ে রাজ লিখেছেন, ফাইনালি দার্জিলিং যার বাংলা তর্জমা করলে হয়, অবশেষে আমরা দার্জিলিঙে। অন্যদিকে শুভশ্রীও ভিন্ন অ্যাঙ্গেলে হোটেলের রুমে পোজ দিয়েছেন। পাহাড়ের কোলে সেলেব দম্পতির কাটানো সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। 

Advertisment

রাজ-শুভশ্রীর সঙ্গে ইউভান বা ইয়ালিনি আছে কিনা সেটা এই ছবিগুলোতে একেবারেই স্পষ্ট নয়। কারণ গ্রুপ ফটোতে কোথায় রাজশ্রীর দুই সন্তানকে দেখা যায়নি। কাজের ব্যস্ততাকে দূরে রেখে আপাতত হালকা শীতের মরশুমে দার্জিলিঙে ধোঁয়া ওঠা ম্যাগি-মোমোতে মজে তারকা দম্পতি।

Advertisment

শুভশ্রীর ছবি দেখে বেশ ভালই বোঝা যাচ্ছে, তিনি নো-মেকআপ লুকেই ক্যামেরাবন্দি হয়েছেন। দার্জিলিঙে রাস্তার মাঝে দাঁড়িয়ে দেদার সেলফি ভিন্ন অবতারে পোজ দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারকা দম্পতির ভ্যাকেশন মুডের ছবিতে 'লাভ রিয়্যাক্ট' দিয়েছেন ছোট পর্দার মিঠাইরানি সৌমিতৃষা কুণ্ডু।

প্রসঙ্গত, টেলিভিশনে শুরু হয়েছে রাজের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। মুক্তির অপেক্ষায় নতুন ছবি সন্তান। এর মাঝেই সময় বের করে ছুটির ফাঁদে তারকা দম্পতি। ৩০ নভেম্বর ছিল রাজ-শুভশ্রীর রাজকন্যা ইয়ালিনির এক বছরের জন্মদিন। 

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফেরার একমাসের মধ্যেই ফের গুরুতর অসুস্থ, কেমন আছেন সায়রা বানু?

ঘরোয়া আয়োজনেই জন্মদিন সেলিব্রেট করেছেন তারকা পেরেন্টস। উল্লেখ্য, ইউভানের জন্মের পরই ছেলের মুখ প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। কিন্তু, মেয়ের মুখ দর্শন করিয়েছেন বেশ কয়েকদিন পর। ইউভানের চার বছরের জন্মদিনে ইয়ালিনিকে সামনে এনেছিলেন রাজশ্রী। ভাই-বোনের মিষ্টি মুহূর্ত শেয়ার করেছিলেন শুভশ্রী। 

Bengali Cinema Bengali Actress Bengali Film Subhashree Ganguly Raj Chakraborty Bengali Film Industry