Raj And Subhashree Ganguly annapurna puja: কিছুদিন আগেই মেয়ে ইয়ালিনীর জন্মদিনে রাজ এবং শুভশ্রীর জানিয়েছিলেন, যে তাঁরা আধ্যাত্মিক মানুষ। তাই তারা যেকোনও উৎসব এবং অনুষ্ঠানেই ঈশ্বরের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে চলেন। একথা আবারও প্রমাণিত হল। বাড়ির সকলকে সঙ্গে নিয়েই এবছরও অন্নপূর্ণা পুজোয় লীন রাজ এবং শুভশ্রী। দৃশ্য তুলে ধরলেন রাজ নিজেই। পরিচালক পরিবারের সকলকে নিয়ে আনন্দে ব্যস্ত।
গতবছর প্রথম এই অন্নপূর্ণা পুজোর ঝলক দেখিয়েছিলেন তাঁরা। দুজনকে একসঙ্গে যজ্ঞ থেকে শুরু করে মাতৃ আরাধনায় লীন হতে দেখা গিয়েছিল। আর এবার তো দেবী অন্নপূর্ণার সামনে যেন সাক্ষাৎ মা লক্ষী শুভশ্রী। নিজেদের বাড়িতেই এই পুজোর আয়োজন করেছেন তাঁরা। উপস্থিত রয়েছেন পরিবারের সকলেই। পরিচালকের মা থেকে শুরু করে তাঁর দিদিদের দেখা গেল পুজোর জায়গায়। পরিচালক আরতির দৃশ্যই তুলে ধরেছেন।
আরও পড়ুন - Yo Yo Honey Singh Kolkata Concert: আকাশছোঁয়া টিকিটের দাম! আজ হানি সিংয়ের কনসার্টে যাচ্ছেন? মেনে চলুন এই গাইডলাইনগুলি...
হিন্দুশাস্ত্র মতে, আজ বাসন্তীপুজোর অষ্টমী। আর সেই তিথিতেই রাজ এবং শুভশ্রীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর ধুম। যেমন মিষ্টি মাতৃ প্রতিমা, ঠিক তেমনই সুন্দর বাড়ির লক্ষী। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে কেরিয়ারের টপে থাকার সঙ্গে সঙ্গে আদ্যোপান্ত একজন গৃহিণী - সেকথাই আজকে প্রমাণিত হল। কেন? রাজের বাড়ি আলো করে আছেন শুভশ্রী নিজেই। একদিকে, যেমন মা অন্নপূর্ণা রয়েছেন। ঠিক তেমনই, দেখা যাচ্ছে, পরনে লাল রঙের জামদানি, সঙ্গে বেশ কিছু সোনার গহনা, একদম মেকাপ নেই, কিন্তু বাড়ির বউ শুভশ্রী প্রার্থনায় ব্যস্ত।
আরও পড়ুন - Bengali Movie Release in April: নববর্ষে নতুন বাংলা ছবি, সিনেমাহলে ঢ…
রাজ ক্যামেরা ঘোরাতেই দেখা গেল, একদম সামনে বসে হাতজোড় করে প্রার্থনা করছেন অভিনেত্রী। না, তাঁকে আজ অভিনেত্রী বললে ভুল হবে, বরং তিনি বাড়ির বউ। বাড়ির মেয়েরা যেমন রয়েছেন তদারকিতে, ঠিক তেমনই শুভশ্রী আরতির সময় উলুধ্বনি দিতে ব্যস্ত। আর রাজঘরণীকে দেখেই সোশ্যাল মিডিয়ায় একটাই রব, শুভশ্রী যেন রূপে লক্ষী এবং গুণে সরস্বতী। আবার কেউ বললেন, শুভশ্রী কী মিষ্টি বৌমা। আবার কারওর কথায়, আপনার ঘর আলো করে দিয়েছেন শুভশ্রী।
প্রসঙ্গে, বর্তমানে অভিনেত্রী ব্যস্ত গৃহপ্রবেশ ছবির ডাবিং করতে। তাঁর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে, আরও বেশ কয়েকটি কাজে হাত লাগিয়েছেন তিনি। পুজোয় আসছে লহ গৌরাঙ্গর নাম রে।