/indian-express-bangla/media/media_files/2025/04/17/ORnP0rie4ODUYZHdCrVc.jpeg)
অভিনেতার প্রসঙ্গে জেনে নিন... Photograph: (গ্রাফিক্সঃ সন্দীপন )
Rajesh Khanna Bollywod Entertainment celebrity: রাজেশ খান্না। নামটাই একটা সময় যথেষ্ট ছিল। থাকবে নাইবা কেন! ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার। স্টারডম আসলে কী সেটা রাজেশ খুব কাছে থেকে দেখেছিলেন। মুম্বই (Mumbai) এবং বলিউড (Bollywood) এক অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দুইয়ের মাঝেই বিশাল সাম্রাজ্য গড়েছিলেন খান্না সাহেব। বলিউডে উল্কার গতিতে উত্থান যেমন তাঁর, তেমনি দুর্বার গতিতেই পতনও হয়েছিল খান্নার (Rajesh Khanna)। মুম্বই অনেক ব্যক্তিত্বের উত্থান-পতন দেখেছে। স্বপ্নের নগরী। 'মুম্বই মেরি জান' গল্পের সাক্ষী। কত কানাখুশো উড়ে বেড়ায় এই নগরীতে।
রাতারাতি সব পাল্টে গেল, ভূত সপাটে এক চড় মারতেই...ভয়ঙ্কর ঘটনার কথা জানালেন সোহা
সেলিব্রিটি খবরের দুনিয়ায় কান পাতলে শোনা যায়,উদ্দামতা, নিয়মনিষ্ঠার অভাব এবং অহংকারের কারণে বলি সুপারস্টার রাজেশ খান্নার থেকে মুখ ফেরাতে শুরু করেছিলেন সকলে। এমনকি প্রযোজকরাও। এ প্রসঙ্গে রাজেশ নিজেই বলেছিলেন, "খ্যাতির ওই চূড়া থেকে নিচে পড়ার পর আমি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলাম। ভিতরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল আমার"।
আরও পড়ুন - Pori Moni: গা রি রি করার মতো ঘটনা, রাগে ক্ষোভে ফাঁসির দাবি পরীমণির
সালটা সম্ভবত ১৯৬৫। পাঞ্জাবের এক তরুণ। নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে স্বপ্ন নগরীতে এলো। তখন ফিল্মফেয়ার এবং ইউনাইটেড প্রোডাকশনের পক্ষ থেকে একটি ট্যালেন্ট-হান্ট প্রতিযোগিতা চলছে। ওই তরুণের মতনই গোটা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী উপস্থিত ওই অনুষ্ঠানে। প্রত্যেকের চোখে স্বপ্ন একটাই— অভিনেতা হওয়ার (Bollywood Actor)। তবে সবার থেকে আলাদা করা যায় ওই তরুণ ছোকরাকে। চালচলন কথা বলার ভঙ্গিমাতেই ছিল আলাদা মেজাজ।
/indian-express-bangla/media/post_attachments/ibnlive/uploads/2021/12/rajesh-khanna-167228493216x9-662587.jpg)
ছোট থেকে থিয়েটার করতে করতে অভিনয় শিল্পের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছিল! লক্ষ্য ছিল একটাই, একদিন ভারতের সিনেজগতের সম্রাট হবেন। প্রতিযোগিতা শেষে হল, সবাইকে টেক্কা দিয়ে ওই তরুণটি সেরার সেরা হয়ে উঠল। সেই থেকে জন্ম নিল এক রূপকথার। নাম রাজেশ খান্না। বলিউডের পাতায় জুড়ল নতুন নায়কের নাম। সোনালী অধ্যায়ের শুরু। যদিও তখন তিনি কেবলই যতীন খান্না। ধীরে ধীরে যতীন নাম বদলে সফর শুরু হল 'দ্য রাজেশ খান্না'র।
ওই কথায় আছে না, 'কিসমত আর মেহনত' এই দুটো যার সঙ্গে আছে তাঁকে ঠেকায় কে? রাজেশ খান্নার এই দুটোই ছিল। প্রথম ছবি ১৯৬৬তে। 'আখরি খত' । শুরুতেই পেয়ে গেল অস্কারের মনোনয়ন। একই সময়ে মুক্তি পেল 'রাজ'। ততদিনে যতীন খান্না নাম বদলে ফেলেছেন। নতুন নাম তখন রাজেশ! রাজেশ খান্না। ভালো অভিনেতা, ছবির সুশ্রী নায়ক হিসেবে পরিচিতি পাচ্ছেন একটু একটু করে। ভাগ্য বদলাল যখন ১৯৬৯ সালে মুক্তি পেল 'আরাধনা'। শর্মিলা ঠাকুরের বিপরীতে রাজেশ খান্নার অভিনয়ে চমকে গেল গোটা দেশ। প্রথমে অবশ্য এই ছবিতে অভিনয় করতে চাননি রাজেশ খান্না। স্ক্রিপ্ট শুনে তাঁর প্রথম দিকে মনে হয়েছিল, এটি নাকি নায়িকাকেন্দ্রিক ছবি! এই ছবিতে অভিনয় করলে রেপুটেশন যাবে। পরিচালক শক্তি সামন্ত কোনওক্রমে রাজি করালেন। বাকি গল্পটা সকলেই জানে! এখান থেকেই শুরু হল তাঁর ক্যারিশমা। জন্ম নিলেন ভারতের প্রথম 'সুপারস্টার'।
/indian-express-bangla/media/post_attachments/originals/67/bd/09/67bd093c145359b9d64638521411a88c-911062.jpg)
মহিলাদের বুকে তুফান উঠল। জামাই হবে কেমন? রাজেশ খান্নার মতন। (Celebrity) একবার এই নায়ককে দেখার জন্য রীতিমতন পাগল হয়ে উঠেছিল মহিলা ভক্তরা। এমনকি এমনও শোনা যায় তাঁর ছবিকেই সামনে রেখে বিয়ে করেছিল অনেক মহিলারা। রাজেশের সাদা ফিয়াট গাড়িকে একবার ছোঁয়ার জন্য হাহাকার পড়ে যেত। রাজেশ খান্না সেই গাড়ি চড়ে কোথাও এসেছেন। গাড়িটা একটু নিরালায় দাঁড়িয়ে আছে। প্রিয় নায়ককে না পেয়ে, সেই গাড়ির ওপরও ঝাঁপিয়ে পড়েছে মহিলারা। লিপস্টিক আর চুম্বনে সাদা ফিয়াট লাল হয়ে যেত। শোনা যায়, অনেকেই রাজেশ খান্নাকে নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠাতেন!
অভিনেতার ভাগ্য তখন তুঙ্গে। পর পর ছবি হিট। ইত্তেফাক’, ‘সফর’, ‘খামোশি’, ‘কাটি পাতাঙ্গ’, ‘আনন্দ’, ‘হাতি মেরে সাথী’— রাজেশ খান্না আর সুপারহিট এই দুটো শব্দ তখন একে অপরের পরিপূরক হয়ে উঠল। রাজেশ খান্নার সিনেমা আর গান? কিশোর-রাজেশ জুটি! এখনও কান পাতলে ট্রেনে, ট্রামে, বাসে গান শোনা যায়। অজান্তেই সকলে মনে মনে গুনগুন করে ওঠে। আর আনন্দ ছবির সেই বিখ্যাত ডায়লগ সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের ওয়ালে ওয়ালে আজও ঘুরছে। বলিউডে পা রাখার চার বছরের মধ্যে রাজেশ খান্না আকাশ ছুঁয়েছেন। এমন সুপারস্টারের জৌলুসের ধারে কাছে ঘেঁষতে পারেনি কোনো তারকা। এ কথা বার বার স্বীকার করে নিয়েছে তাঁর সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা। (Bollywood celebrity)
/indian-express-bangla/media/post_attachments/content/2020/sep/rajeshkhanna61601285172-137114.jpg)
আশির দশক থেকে হারিয়ে যেতে শুরু করলেন এই সুপারস্টার। সত্তর দশকে যিনি দাপিয়ে সাম্রাজ্য বিস্তার করেছেন আশির দশকে তিনি এক নিঃসঙ্গ সম্রাট। বলিউডে তখন আরেক নতুন তারকার উদয় অমিতাভ বচ্চন। নেশায় চুর হলেন। স্টারডম ভেঙ্গে চুরমার। ব্যর্থ প্রেম। ডিম্পল কাপাডিয়ার (Dimple kapadia) সঙ্গে সম্পর্কও তলানিতে। নেশায় আরও আচ্ছন্ন হয়ে বসে রইলেন রাজেশ খান্না। শরীর ভাঙ্গল। মনোবল আগেই শেষ গিয়েছিল। ২০১২ সালে অসুস্থতায় ভুগে বলিউডে এই নক্ষত্রপতন হল। এক অধ্যায়ের সমাপ্তি হলেও বলিউডের প্রথম সুপারস্টারকে আজও ভুলতে পারল না। ইতিহাসকে কখনও কি ভোলা যায়? এখনও ফেসবুক স্ক্রল করতে গিয়ে মাঝে মাঝে আনন্দ (Anand) ছবির রাজেশ খান্না সিনটা চলে আসে, 'বাবুমশাই, জিন্দেগি লম্বি নহি, বড়ি হোনি চাহিয়ে...'