আচমকাই সব শেষ, প্রয়াত থিয়েটার জগতের প্রাণপুরুষ

উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও এক্স হ্যান্ডেলে রাজু তালিকোটকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "প্রখ্যাত থিয়েটার অভিনেতা, কৌতুক শিল্পী ও ধারওয়াদ রঙ্গায়নের পরিচালক রাজু তালিকোটের প্রয়াণ কন্নড় চলচ্চিত্রের জন্য বড় ক্ষতি.."

উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও এক্স হ্যান্ডেলে রাজু তালিকোটকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "প্রখ্যাত থিয়েটার অভিনেতা, কৌতুক শিল্পী ও ধারওয়াদ রঙ্গায়নের পরিচালক রাজু তালিকোটের প্রয়াণ কন্নড় চলচ্চিত্রের জন্য বড় ক্ষতি.."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raju-talikote-obituary

চলে গেলেন অভিনেতা

Raju Talikote Passes Away: উত্তর কর্ণাটকের বিশিষ্ট থিয়েটার শিল্পী এবং কৌতুক অভিনেতা রাজু তালিকোট (আসল নাম রাজেসাবা মাকতুমাসাব ইয়াঙ্কাঞ্চি) ১৩ অক্টোবর, ২০২৫-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত উত্তর কর্ণাটকের, খাসগতেশ্বর নাটক মণ্ডলির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবং কন্নড় চলচ্চিত্র ও থিয়েটার জগতে অসংখ্য মানুষকে আনন্দ দিয়েছেন।

Advertisment

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার হৃদরোগে আক্রান্ত হতেই রাজুকে মণিপাল এইমস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ শিল্পীর মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র ও থিয়েটার জগতে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

Jimmy Shergil Father Death: দিওয়ালির আগে পিতৃহারা জিমি, শিল্পজগৎ-এ নক্ষত্রপতন, জীবনাবসান প্রখ্যাত শিল্পী সত্যজিৎ-এর

Advertisment

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও এক্স হ্যান্ডেলে রাজু তালিকোটকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, "প্রখ্যাত থিয়েটার অভিনেতা, কৌতুক শিল্পী ও ধারওয়াদ রঙ্গায়নের পরিচালক রাজু তালিকোটের প্রয়াণ কন্নড় চলচ্চিত্রের জন্য বড় ক্ষতি। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান অর্জন করেছিলেন।"

১৯৬৩ সালে জন্মগ্রহণ করা রাজু তালিকোট ছোটবেলা থেকেই অভিনয় শুরু করেছিলেন। তাঁর বাবা-মা দুজনেই নাট্যশিল্পী ছিলেন। ‘শ্রীগুরু খসগতেশ্বর নাট্য সংঘ’ পরিচালনার মাধ্যমে তিনি পরিবারের থিয়েটার উত্তরাধিকার অব্যাহত রেখেছিলেন।

Mohunbagan-Tollywood: মোহনবাগানের প্রতি অভিনেতাদের উন্মাদনা! উত্তম কুমার থেকে জয় সরকার- কে কে এই দলের অন্ধভক্ত জানেন?

রাজু তালিকোটের চলচ্চিত্র জীবনে উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হেন্দাথি আন্ডারে হেন্দাথি’, ‘মনসারে’, ‘পঞ্চারাঙ্গি’, ‘রাজাধানি’, ‘লাইফু ইস্তিনে’, ‘আলেমারি’, ‘মাইনা’, ‘টোপিওয়ালা’ এবং ‘পাঞ্জাবি হাউস’। তিনি ‘বিগ বস কন্নড়’ সিজন ৭-এও অংশ নিয়েছিলেন। নাটক এবং কাসেট রেকর্ডিং-এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন, যার মধ্যে ১৯৯০-এর দশকে ‘কালিযুগদা কুদুকা’ নাটকটি ১৫,০০০-এরও বেশি পারফরম্যান্সের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। রাজু তালিকোট কন্নড় থিয়েটার ও চলচ্চিত্র জগতে এক অবিস্মরণীয় নাম হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। 

Entertainment News Today actor death news