Jimmy Shergill Father Death: দিওয়ালির আগে পিতৃহারা জিমি, শিল্পজগৎ-এ নক্ষত্রপতন, জীবনাবসান প্রখ্যাত শিল্পী সত্যজিৎ-এর

Satyajit Shergill passes away: বিখ্যাত হাঙ্গেরিয়ান-ভারতীয় চিত্রশিল্পী অমৃতা শেরগিলের ভাইপো সত্যজিৎ শেরগিল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সম্পর্কে তিনি অভিনেতা জিমি শেরগিলের বাবা।

Satyajit Shergill passes away: বিখ্যাত হাঙ্গেরিয়ান-ভারতীয় চিত্রশিল্পী অমৃতা শেরগিলের ভাইপো সত্যজিৎ শেরগিল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সম্পর্কে তিনি অভিনেতা জিমি শেরগিলের বাবা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

পিতৃহারা জিমি

Jimmy Shergil Father Satyajit Shergill Dies: বলিউডের অন্যতম পরিচিত মুখ জিমি শেরগিল। বেশ কিছু ভাল ছবি দর্শককে উপহার দিয়েছেন। দীপাবলির আগেই জিমির জীবনে শোকের ছায়া। প্রয়াত অভিনেতার বাবা প্রখ্যাত শিল্পী সত্যজিৎ শেরগিল। বিখ্যাত হাঙ্গেরিয়ান-ভারতীয় চিত্রশিল্পী অমৃতা শেরগিলের ভাইপো সত্যজিৎ শেরগিল সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শিল্প জগৎ-কে তিনি সমৃদ্ধ করেছেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, শেষকৃত্য সম্পন্ন হবে ১৪ অক্টোবর, মঙ্গলবার। 

Advertisment

শৈশব থেকেই চিত্রকলা ও ভাস্কর্যের প্রতি ব্যাপক আগ্রহ ছিল সত্যজিৎ শেরগিলের। তাঁর শিল্পীজীবনের প্রাথমিক অনুপ্রেরণা আসে তাঁর কাকিমা অমৃতা শেরগিলের থেকে। যাকে আধুনিক ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক বলা হয়। সতীজিতের প্রাথমিক জীবন অমৃতার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। তিনি পরে নিজস্ব প্রতিভায় শিল্পজগৎ-এর একজন হয়ে ওঠেন। তিনি বই পড়তে ভীষণ ভালবাসতেন। ভিনসেন্ট ভ্যান গগ, মাইকেলএঞ্জেলো, অ্যামেডিও মডিলিয়ানি, পল গগাঁ, হেনরি মুর সহ অনেক লেজেন্ডারি শিল্পীর কাজ তাঁক গভীরভাবে প্রভাবিত করত। শিল্পের প্রতি প্রকৃত ও গভীর প্রেম ছিল সে কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। 

আরও পড়ুন শাস্ত্রীয় সংগীতে নক্ষত্রপতন, জীবনাবসান 'পদ্মভূষণ' ছন্নুলাল মিশ্রর, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

Advertisment

সত্যজিৎ শেরগিল উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার দেওকাহিয়া গ্রামের এক যৌথ শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। লখনউ-এর কোলভিন তলুকদার্স কলেজে পড়ার সময় তাঁর পাঠ্যক্রমে চিত্রকলা বিষয়টিই ছিল না তবুও তিনি শৈশবের সিংহভাগ সময় কৃষি জমিতে কাটাতেন এবং সেখানে ছবি আঁকতেন। প্রাথমিক পর্যায়ে তিনি তাঁর গ্রামের মানুষদের ছবি আঁকতেন এবং ধীরে ধীরে নিজস্ব শৈলীর বিকাশ ঘটে যা শিল্পীকে নিয়ে প্রকাশিত 'স্পন্দন আর্টবিট' ম্যাগাজিনের একটি প্রতিবেদনে উল্লিখিত রয়েছে।

আরও পড়ুন মাত্র ৪১-এ হৃদরোগ কেড়ে নিল প্রাণ, অকাল প্রয়াণ 'টাইগার ৩' খ্যাত অভিনেতা

নিজের শহরে সত্যজিৎ শেরগিল লায়ন্স ক্লাব ও অন্যান্য শিল্প প্রদর্শনীর মাধ্যমে তাঁর কাজ উপস্থাপন করেছিলেন। ললিত কলা স্টেট অ্যাওয়ার্ডও অর্জন করেন। পরে তিনি ঠিকানা বদলে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মুম্বই চলে আসেন। তাঁর দুই পুত্র আমান এবং জিমি। জিমির চলচ্চিত্র দেখার জন্য অপেক্ষা করে থাকতেন। তবে জিমি যখন চুল-দাড়ি কেটে এবং পাগড়ি খুলে ফেলেন তখন প্রচণ্ড রেগে গিয়ে এক বছরেরও বেশি সময় ছেলের সঙ্গে কথা বলেননি। 

আরও পড়ুন নতুন ছবির কাজের মাঝেই মাথায় বজ্রপাত, মাকে হারিয়ে শোকে পাথর 'রাজ' খ্যাত পরিচালক

death news