/indian-express-bangla/media/media_files/2025/10/14/mohun-2025-10-14-12-53-48.png)
মোহনবাগানের অনুরাগী ঠিক কারা কারা?
Actors who are Mohunbagan Fans: বাঙালির কাছে সবথেকে সেরা খেলা যদি কিছু থেকে থাকে, তবে সেটি ফুটবল। এই খেলার যা উন্মাদনা তা নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এই খেলায় জন্ম দিয়েছে বিশ্বব্যাপী নানা রাইভালরির। সেটা ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হোক কিংবা ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর বর্তমানে এই দুই দলের সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। তাঁর একটাই কারণ, ডিসেম্বর মাসে হতে চলেছে এক দারুণ ঘটনা। শহরে আসছেন লিওনেল মেসি। তাঁর সামনেই একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইস্ট এবং মোহন। যে জিতবে তাঁকে পুরস্কার তুলে দেবেন মেসি খোদ।
বাংলা জুড়ে মোহনবাগান ভক্ত কম নেই। খেয়াল করলে দেখা যাবে, তারকাদের মধ্যে অনেকেই সেই দলের ভক্ত। নানা সময় সেই সব তারকারা মোহনবাগান নিয়ে মুখ খুলেছেন শুধু না বরং নিজেদের আবেগের কথাও বলেছেন। সেই তারকাদের চেনেন যাদের রক্তে ও রন্ধ্রে সর্বত্রই মোহনবাগান? টলিপাড়ার সেই তালিকায় রয়েছেন অনেকেই।
প্রথমেই যার নাম না করলেই নয়, তিনি হলেন, উত্তম কুমার। মহানায়ক নিজে এক বিরাট বড় মোহনবাগান ফ্যান ছিলেন। নিজের জীবনে বহুবার তিনি দলকে নিয়ে নানা কথা বলেছেন। এছাড়াও আরেকজনের নাম না বললেই নয়, তিনি খরাজ মুখোপাধ্যায়। তিনিও এক ডায় হার্ট ফ্যান। অভিনেতা একবার জানালেন, তিনি একসময় নাকি পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন।
আরেক মোহনবাগান অনুরাগীর মধ্যে যার নাম উল্লেখযোগ্য, তিনি বিশ্বনাথ বসু। এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই তালিকায়। একটা সময় ছিল শহরে খেলা হলেই তাঁরা মাঠে দৌড়তেন। খেলা নিয়ে চর্চা করতে ভালবাসেন তাঁরা। মাঠে মোহনবাগান মানেই তাঁরেদ উচ্ছ্বাসের শেষ নেই। তবে, গায়ক এবং সুরকার জয় সরকারের কথা না বললেও নয়।
Farha Khan: ১টাকাও পেলেন না, উল্টে চুমু খেলেন অভিনেতা, অবাক কাণ্ড ফাঁস করলেন পরিচালক!
লোপামুদ্রা অর্থাৎ জয়ের স্ত্রী একবার বলেছিলেন, সারাদিন শুধু মোহনবাগান নাম জপতে পারেন শুধু জয়-ই। টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে কনীনিকা অন্যতম। তাঁর বাড়ির সকলেই মোহনবাগান ফ্যান। আর যার নাম না করলেই নয়, তিনি অমিতাভ বচ্চন। কিংবদন্তি অভিনেতা কৌন বানেগা ক্রোড়পতির একবার বলেছিলেন, নিজের সেই ভাললাগার কথা।