Prem Sagar Death: রবিবাসরীয় ছুটির দিনে চরম দুঃসংবাদ, জীবনবসান 'রামায়ণ' খ্যাত রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগরের

Ramanand Sagar Son Death: রবিবাসরীয় সকাল দশটায় না ফেরার দেশে পাড়ি দেন প্রেম সাগর। মুম্বইয়ের পাওয়ন হান্স শ্মশান ঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য। তাঁর প্রয়াণে হল একটি যুগের অবসান।

Ramanand Sagar Son Death: রবিবাসরীয় সকাল দশটায় না ফেরার দেশে পাড়ি দেন প্রেম সাগর। মুম্বইয়ের পাওয়ন হান্স শ্মশান ঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য। তাঁর প্রয়াণে হল একটি যুগের অবসান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত প্রেম সাগর

Ramanand Sagar Son Prem Sagar Passes Away: ফের বিনোদুনিয়ায় শোকের ছায়া। জীবনাবসান রামায়ণ খ্যাত কিংবদন্তি প্রযোজক-সিনেমাটোগ্রাফার প্রেম সাগরের। তিনি ছিলেন প্রবাদপ্রতীম চলচ্চিত্র নির্মাতা রামানন্দ সাগরের পুত্র ও প্রযোজক শিব সাগরের বাবা। রবিবার ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রেম সাগর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। রবিবার চিকিৎসকরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রবিবাসরীয় সকাল দশটায় না ফেরার দেশে পাড়ি দেন প্রেম সাগর। মুম্বইয়ের পাওয়ন হান্স শ্মশান ঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টিনসেল টাউন। 

Advertisment

প্রেম সাগর ছিলেন সিনিয়র প্রযোজক ও খ্যাতনামা চিত্রগ্রাহক। ভারতীয় সিনেমা ও টেলি দুনিয়ার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রেম সাগর। ১৯৬৮ সালে পুনের এফটিআইআই (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া) থেকে পাশ করেন। ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে তিনি সাগর আর্টস প্রযোজনা সংস্থার বহু প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেম সাগরের বাবা রামানন্দ সাগর স্মরণীয় হয়ে আছেন তাঁর আইকনিক টেলিভিশন ধারাবাহিক রামায়ণ-এর জন্য। 

আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, মাত্র ৩৮-এ অকাল প্রয়াণ 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রিয়ার!

Advertisment

প্রেম সাগর বরাবরই ক্যামেরার পিছনে কাজ করতে স্বচ্ছন্দ ছিলেন। বিক্রম অউর বেতাল, রামায়ণ, শ্রীকৃষ্ণ-এর মতো বেশ কিছু ডেইলি সোপে কাজ করেছিলেন প্রেম সাগর। এছাড়াও লালকার, আঁখে, চরস-এর মতো বলিউডি ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। প্রেম সাগরের প্রয়াণে শোকার্ত সতীর্থ থেকে ভক্তরা। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল। রামায়ণে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল লাহিড়ি। এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেছেন। মৃত্যুকালে প্রেম রেখে গেলেন তাঁর সন্তান-প্রযোজক শিব সাগর। শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অরুণ গোভিল।

আরও পড়ুন 'ওঁর স্বামী যেতে বারণ করেছিল তাই..., প্রিয়ার অকাল মৃত্যুতে অনুতপ্ত 'পবিত্র রিস্তা'-র সহ অভিনেত্রী

প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই একের পর এক দুঃসংবাদ। ক্যানসার কেড়ে নিয়েছে পবিত্র রিস্তা খ্যাত অভিনেত্রী প্রিয়া মারাথের প্রাণ। ৩১ অগাস্ট নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী। মাত্র ৩৮-এ না ফেরার দেশে প্রিয়া। বিগত বেশ কয়েকদিন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা চলছিল। কিন্তু, শেষ রক্ষা হল না। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। 

death news Ramayan