Actress Filed Complaint: হত্যাকাণ্ডে অভিযুক্ত অভিনেতা, সুপ্রিম সিদ্ধান্তে সহমত অভিনেত্রীকে হুমকি অভিযুক্তর ফ্যানেদের! অভিযোগ দায়ের..

চিঠিতে বেঙ্গালুরু পুলিশকে, অবিলম্বে রাম্যার বিরুদ্ধে ছড়িয়ে পড়া আপত্তিকর বার্তার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জানা যাচ্ছে, অভিনেত্রী নিজেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

চিঠিতে বেঙ্গালুরু পুলিশকে, অবিলম্বে রাম্যার বিরুদ্ধে ছড়িয়ে পড়া আপত্তিকর বার্তার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জানা যাচ্ছে, অভিনেত্রী নিজেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ramya

ভয়ঙ্কর অভিযোগ করলেন অভিনেত্রী...

রেণুকাস্বামী হত্যা মামলার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা প্রধান অভিযুক্ত। কর্ণাটক স্টেট কমিশন ফর উইমেন, (KSCDW) অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ রাম্যার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অবমাননাকর মন্তব্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন। সোমবার বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে কমিশনের চেয়ারপার্সন ডঃ নাগালক্ষ্মী চৌধুরী জানান, এই ধরনের কটূ মন্তব্য মহিলাদের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিষয়টি কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। 

Advertisment

চিঠিতে বেঙ্গালুরু পুলিশকে, অবিলম্বে রাম্যার বিরুদ্ধে ছড়িয়ে পড়া আপত্তিকর বার্তার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জানা যাচ্ছে, অভিনেত্রী নিজেও পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। রাম্যা জানিয়েছেন, তিনি সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন। কমিশনার তাকে আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি যথাযথ বিভাগে পাঠানো হয়েছে। রাম্যার কথায়, "আমি আশা করি এই অভিযোগ সমাজে একটি স্পষ্ট বার্তা দেবে। বহু নারী অনলাইন হয়রানির কারণে চরম পদক্ষেপ নিতে বাধ্য হন।" 

Sridevi: 'তুমি ২ বাচ্চার বাবা', পরকীয়ায় জড়ালেও স্ত্রীর প্রতি সৎ ছিলেন?…

Advertisment

এছাড়াও, ‘Film Industry for Rights and Equality’ নামে একটি সংগঠন এক বিবৃতিতে রাম্যাকে লক্ষ্য করে হওয়া অনলাইন হেনস্থা এবং অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ঘটনার সূত্রপাত কীভাবে?

সম্প্রতি রাম্যা সুপ্রিম কোর্টের একটি রায়কে সমর্থন করে পোস্ট করেছিলেন। কর্ণাটক হাইকোর্ট রেণুকাস্বামী হত্যা মামলায় দর্শনের জামিন মঞ্জুর করে। এবং সুপ্রিম আদালতের তরফে সেই সিদ্ধান্তের সমালোচনা করা হয়। তাঁর পরিপ্রেক্ষিতেই অভিনেত্রী লিখেছিলেন, "সুপ্রিম কোর্ট ভারতের সাধারণ মানুষের জন্য আশার আলো দেখায়, রেণুকাস্বামীর পরিবারের জন্য ন্যায়বিচার তারাই দেবেন।" 

এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক দর্শনভক্তের তরফে রাম্যার বিরুদ্ধে অশ্লীল ও সহিংস বার্তা ছড়াতে শুরু করে। ইনস্টাগ্রামে একাধিক বার্তায় তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়, এমনকি কিছু মেসেজে বলা হয়, তাকে 'শাস্তি' দেওয়া উচিত। রাম্যা পরে একটি পোস্টে লেখেন, "এই মন্তব্যগুলোই প্রমাণ করে কেন রেণুকাস্বামীর পরিবার ন্যায়বিচার দাবি করছে।" 

Aamir Khan: আমিরের বাড়িতে কেন এলেন IPS-অফিসাররা? বড় কোনও বিতর্কে মি…

রবিবার ইনস্টাগ্রামে রাম্যা লিখেছেন, "সমস্ত ডিবস (দর্শনের ডাকনাম) ভক্তদের আমার ইনস্টাগ্রামে স্বাগতম। আপনারা যা মন্তব্য করছেন, তা-ই প্রমাণ করে কেন রেণুকাস্বামীর পরিবার ন্যায়বিচার দাবি করছে।" তিনি আরও জানান, তার অনুরাগী এক্স এবং ইনস্টাগ্রামে তার বিরুদ্ধে করা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি সম্বলিত বার্তাগুলিও শেয়ার করেছে। এমনকি তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই প্রথম নয়। গত বছরও দর্শনের গ্রেফতারের সময় রাম্যা সামাজিক মাধ্যমে মত প্রকাশ করে অনুরূপ ট্রোলিংয়ের শিকার হন। তখন তিনি বলেছিলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।” প্রসঙ্গত, অভিযোগ অনুযায়ী, দর্শনের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা পবিত্র গৌড়াকে আপত্তিকর মেসেজ পাঠানোর জেরে রেণুকাস্বামীকে হত্যা করা হয়। ২০২৩ সালের ডিসেম্বরে দর্শন জামিন পান, যেটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

Entertainment News Entertainment News Today