Ranbir Kapoor Animal Part 2: ২০২৩-এর ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে রণবীর কাপুর অভিনীত অ্যানিমাল। চিত্রনাট্য থেকে সিনেমার গান দর্শকের দরবারে দারুণ জনপ্রিয়। রণবীর-তৃপ্তির অন স্ক্রিন উষ্ণতার হাতছানি থেকে ববি দেওলের জামাল কুদু ঝড় তুলেছিল বক্স অফিসে। সিনেমার দ্বিতীয় ভাগের অপেক্ষায় অধীর আগ্রহে সিনেপ্রেমী মানুষ। অ্যানিমাল পার্ট ২ কবে আসবে তা জানতে উদগ্রীব হিন্দি ছবির দর্শক। সেই উত্তেজনার পারদ উসকে এবার অ্যানিমালের পরবর্তী ভাগ নিয়ে মুখ খুললেন খোদ রণবীর কাপুর। জানিয়ে দিলেন কবে থেকে শুরু হবে সিনেমার শ্যুটিং।
আরও পড়ুন: ক্রিসমাস ট্রি-তে রণবীর-আলিয়া-রাহার নাম, ডিসেম্বরের শুরুতেই কাপুর পরিবারে উৎসবের আমেজ
অভিনেতা জানান, পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা অ্যানিমালের তিনটি ভাগ তৈরি করতে ইচ্ছুক। একটি ভাগ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। পরবর্তী ভাগ অ্যানিমাল পার্ক। ২০২৭-এ শুরু হবে সিনেমার শ্যুটিং। পরিচালকের পাইপলাইনে অনেকগুলি কাজ থাকার দরুণই এই ছবির শ্যুটিং শুরু হবে বেশ খানিকটা দেরিতে।
আরও পড়ুন: 'উনি আমার গডফাদার', ১৭ বছর পর গ্র্যান্ড কামব্যাক, বনসালী প্রসঙ্গে আপ্লুত রণবীর
রণবীর বলেন, 'এই মুহূর্তে পরিচালক অন্য একটি ছবির কাজে ব্যস্ত রয়েছেন। তাই আমরা ২০২৭-এর আগে শ্যুটিং শুরু করতে পারব না। এই ছবির জন্য প্রয়োজনীয় যা দরকার সেই সব বিষয় নিয়ে কাজ বেশ খানিকটা সময়সাপেক্ষ।'
অ্যানিমালের দ্বিতীয় ভাগ নিয়ে রণবীর নিশ্চিত করেছেন, 'আমাকে অ্যানিমাল পার্কে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সন্দীপ তিনটি পর্ব বানাতে চাইছেন। প্রথম ভাগ নিয়ে পরস্পরের সঙ্গে আইডিয়া শেয়ার করেছি। পরের ভাগটা নিয়ে কী ভাবে কাজ হবে সেটা নিয়ে ভাববেন'।
রণবীরের সংযোজন, 'আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব সেটা আমার কাছে খুবই আনন্দের। এইরকম একজন প্রতিভাবান পরিচালকের সঙ্গে আবার কাজ করতে মুখিয়ে আছি।' অ্যানিমালের পাশাপাশি ব্রাহ্মাস্ত্র ২ নিয়েও মুখ খুলেছেন রণবীর কাপুর। এই ছবিতেও দেখা যাবে আলিয়াকেই'।