/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-14-54-02.jpg)
Ranbir-Deepika At Airport: রণবীর কাপুর-দীপিকা পাডুকোন, একটা সময় বলিউডের পাওয়ার কাপল হিসেবেই পরিচিত ছিল প্রাক্তন জুটি। অন স্ক্রিন থেকে অফ স্ক্রিন, রণবীর-দীপিকায় মুগ্ধ ছিল অগণিত ভক্ত। দুজনের পথ আলাদা হওয়ার পর তাঁদের প্রেম নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। সময়ের সঙ্গে বিচ্ছেদের ক্ষত শুকিয়েছে। মলমের মতো কাজ করেছে দীপিকার প্রতি রণবীর সিংয়ের গভীর প্রেম। ২০১৮ সালের ১৪ নভেম্বর নতুন দীবনে পা রাখেন দীপবীর। গত বছর কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। রণবীর-দীপিকা জুটির কেমেস্ট্রি দর্শকেরও ভীষণ প্রিয়। তবুও মুম্বই বিমানবন্দরে প্রাক্তন রণবীরের সঙ্গে দীপিকার উষ্ণ আলিঙ্গন এক মুহূর্তে হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেনসেশন।
আরও পড়ুন পুজোর আগেই প্রকাশ্যে রাজকন্যা দুয়ার মুখ! মেয়ের ভিডিও ভাইরাল হতেই কী বললেন দীপিকা?
ইন্টারনেটে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এক ফ্রেমে প্রাক্তন জুটির আবির্ভাব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি থেকে বেরিয়ে বিমানবন্দরের টার্মিনালে যাচ্ছেন রণবীর। সেখানে অবশ্য দীপিকার জন্য অপেক্ষাও করেন। তাঁকে দেখেই হাত নেড়ে অভিবাদন জানান রণবীর। এরপর শাটলে ওঠার আগে দীপিকাকে উষ্ণ আলিঙ্গন করেন রণবীর। এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনের একাংশ মনে করছে নতুন কাজের জন্য জুটি বাঁধবেন রণবীর-দীপিকা। সেই জন্যই দিল্লি উড়ে যাচ্ছেন।
অপর একটি ভিডিওতে দেখা যায় দিল্লি বিমানবন্দরে প্রাক্তন জুটি একসঙ্গে পৌঁছেছেন। তাঁরা একইসঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। এরপর পরস্পরকে আলিঙ্গন করেন এবং তারপর নিজেদের গাড়িতে উঠে চলে যান। সেই সময় ধূসর রঙের পোশাকে নজর কাড়েন দীপিকা। যদিও স্পষ্ট নয় দীপিকা কেন দিল্লিতে গিয়েছেন তবে রণবীর সেখানে তার স্নিকার ব্র্যান্ড আর্কস এর দিল্লি শাখার উদ্বোধনের জন্য উপস্থিত ছিলেন। এই ইভেন্টের কথা জন্মদিনেই ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ-এ শেয়ার করেছিলেন।
আরও পড়ুন মাতৃত্বের বর্ষপূর্তি, মেয়ে দুয়ার প্রথম জন্মদিনের ছবি শেয়ার করে কী লিখলেন তারকা মম দীপিকা?
প্রাক্তন জুটিকে একসঙ্গে দেখে ফ্যানেরা খুবই উচ্ছ্বসিত। ২০১৫ সালের 'তামাশা' ছবির পর থেকে আর একসঙ্গে কাজ করেননি। রণবীর-দীপিকার অনুরাগীরা অয়ন মুখোপাধ্যায়ের 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'-তে দুজনের পারফরম্যান্স আজও ভোলেনি অনুরাগীরা। অনেকে মনে করছেন সম্ভবত YJHD 2- এর জন্যই মুম্বই থেকে দিল্লি উড়ে গেলেন দুজনে। এক ভক্ত এই ভিডিও দেখে লিখেছেন, 'YJHD 2-এর জন্য তৈরি হয়ে যাও। শুটিং শুরু হবে খুব শীঘ্রই।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us