Mardaani 3: মারাকাটারি অ্যাকশন দৃশ্যে দর্শকের দিল জিততে তৈরি 'শিবানি', শুরু হল 'মর্দানি ৩'-এর শুটিং

Rani Mukerji Mardaani 3: গত বছরই রানি মুখোপাধ্যায় ও যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন এপ্রিল থেকে মর্দানি ৩-এর শুটিং শুরু হবে। যেমন কথা তেমন কাজ। বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং সেরে ফেললেন মর্দানি রানি।

Rani Mukerji Mardaani 3: গত বছরই রানি মুখোপাধ্যায় ও যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন এপ্রিল থেকে মর্দানি ৩-এর শুটিং শুরু হবে। যেমন কথা তেমন কাজ। বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং সেরে ফেললেন মর্দানি রানি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rani Mukerji starrer Mardaani 2 trailer hints a bigger villain

শুরু হল 'মর্দানি ৩'-এর শুটিং

Rani Mukerji Mardaani 3 Shooting Start: সালটা ছিল ২০১৪। সেই বছরের ২২ অগাস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল রানি মুখোপাধ্যায় অভিনীত মর্দানি। নারী কেন্দ্রীক ছবিতে মারকাটারি অ্যাকশন দৃশ্যে তাক লাগিয়ে দিয়েছিলেন বঙ্গকন্যা। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর ২০১৯-এ মর্দানির দ্বিতীয় ভাগও সুপারহিট। ছ'বছর পর এবার শুরু হল মর্দানি ৩-এর শুটিং। গত বছর অর্থাৎ ২০২৪-এ মর্দানি ৩-তৈরির কথা যশ রাজ ফিল্মসের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। দাপুটে পুলিশ অফিসার শিবানি শিবাজির চরিত্রে আরও একবার ধুন্ধুমার অ্যাকশন সিক্যোয়েন্সে রানিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁর অগণিত ভক্তরা। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ইতিমধ্যেই বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংও সেরে ফেলেছেন মর্দানি রানি মুখোপাধ্যায়। 

Advertisment

Mid-day-এর রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে টিমের সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং সেরেছেন পর্দার শিবানি শিবাজি। চলতি সপ্তাহে যশ রাজের আন্ধেরির স্টুডিওতে হবে মর্দানি ৩-এর শুটিং। সেখানেও অ্যাকশন দৃশ্যের শুট সারবেন রানি। সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্দানি ৩-এর পরিচালক অভিরাজ তৃতীয় পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের সংযোজন ঘটাচ্ছেন। যা এই পর্বের জন্য অপরিহার্য এবং তারই শুটিংয়ে ব্যস্ত রানি মুখোপাধ্যায়। মর্দানির প্রথম ও দ্বিতীয় পর্বে মানব পাচার ও যৌন নির্যাতনের বিরুদ্ধে শিবানি শিবাজির অদম্য লড়াইয়ের সাক্ষী থেকেছে দর্শক। তৃতীয় পর্ব হতে চলেছে আরও চিত্তাকর্ষক। আরও গভীরে পৌঁছে মর্দানি শিবানীর নতুন রূপ দেখার অপেক্ষা।

আরও পড়ুন: ফেস্টিভ্যালে জয়জয়কারের পরও কলকাতায় ভাল ছবির সঠিক মূল্যায়ন হয় না, হল পেতে সমস্যা হয়: সুমন অধিকারী

Advertisment

মর্দানি ৩-এর ঘোষণার সময় উত্তেজনা ও আনন্দের সঙ্গে রানি বলেছিলেন, 'আমরা সিনেমার শুটিং শুরু করতে চলেছি এটা ভাবলেই যেন শিহরিত হয়ে যাচ্ছি। ২০২৫-এর এপ্রিল থেকেই শুটিং শুরু হচ্ছে। পুলিশের উর্দি পরে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার সুযোগটা সত্যিই খুব লোভনীয়। শিবানির চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে খুবই সৌভাগ্যের। মর্দানি ৩-তে আরও একবার সেই সুযোগ পেয়ে আমি ধন্য। পুলিশরা যেভাবে আমাদের প্রতি মুহূর্তে সুরক্ষা দেন তাঁদের প্রত্যেকের কাছে আমি ঋণী।' যশ রাজ ফিল্মসের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে অভিষেক। কেরিয়ারের শুরুতে আদিত্য চোপড়ার সঙ্গে কাজ করতেন। ' ব্যান্ড বাজা বারাত' , ' গুণ্ডে' , ' সুলতান' , ' জব তক হ্যায় জান' , ' টাইগার ৩'  সহ আরও বেশ কিছু ছবিতে আদিত্যকে অ্যাসিস্ট করেছিলেন মর্দানি মেকার অভিরাজ।

আরও পড়ুন: সিগারেটের খালি প্যাকেট তুলে অটোগ্রাফ সুচিত্রা সেনের, মহানায়িকার কাণ্ড দেখে তাজ্জব...!!

Mardaani 3 bollywood actress Rani Mukherji Bollywood News bollywood movie