Bengali Actor: লণ্ডভন্ড বাড়ি-গায়ে আঁচড়ের দাগ, দেওয়াল থেকে খসে পড়ছে ফটো, রণজয়ের বাড়িতে ভূতের উপদ্রব! ভিডিও দেখলে শিউরে উঠবেন

Ranojoy Bishnu: বাঙালি অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়িতে ভূতের উপদ্রব! বন্ধ ঘরের ভিতরে সবকিছু লণ্ডভন্ড, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। হাড়হিম করা ভিডিও দেখলে শিউরে উঠবেন।

Ranojoy Bishnu: বাঙালি অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়িতে ভূতের উপদ্রব! বন্ধ ঘরের ভিতরে সবকিছু লণ্ডভন্ড, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। হাড়হিম করা ভিডিও দেখলে শিউরে উঠবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 রণজয়ের বাড়িতে ভৌতিক কাণ্ড!

রণজয়ের বাড়িতে ভৌতিক কাণ্ড!

Ranojoy Bishnu Horrible Incident: হরর মুভি বা সিরিজে আমরা ভৌতুক কাণ্ডকারখানা চাক্ষুস করে থাকি। কিন্তু, সেই ঘটনা যদি আমার আপনার মতো সাধারণ মানুষের ঘরে হয়, তাহলে তো মারাত্মক ব্যাপার! সম্প্রতি ঠিক এইরকমই এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে জনপ্রিয় বাঙালি অভিনেতা রণজয় বিষ্ণুর। যিনি এই মুহূর্তে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজ করছেন। তথাগত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি রাস-এ ও দেখা যাবে রণজয়কে। তার মাঝেই বাড়িতে মহাবিপদ! বন্ধ ঘরের ভিতর সব লণ্ডভন্ড! হাওয়া ঢোকার বিন্দুমাত্র সুযোগ না থাকলেও রণজয়ের ছবি, গাছের টব সব ভেঙে চুরমার। এমনকী গাছগুলোও পর্যন্ত ভাঙা। সাজানোগোছানো ঘরের মানচিত্রটাই পুরো বদলে গিয়েছে। 

Advertisment

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে রণজয় তাঁর ঘরের অবস্থা সকলকে দেখিয়েছেন। কী ভাবে এটা সম্ভব কিছুতেই ঠাওর করে উঠতে পারছেন না। সব দরজা-জানালা বন্ধ থাকার পর দমকা হাওয়ায় সব ওলোটপালট কিছুতেই হতে পারে না, তবুও কেন এমন অদ্ভুতুড়ে কাণ্ড! আজকাল নাকি প্রায়ই ভৌতিক ঘটনা ঘটছে রণজয়ের সঙ্গে। ঘুম থেকে উঠে প্রায়ই দেখেন হাতে কাটা চিহ্ন। পা নাড়াতে পারেন না। শরীরের বেশ কিছু জায়গায় আঁচড়েরও দাগ লক্ষ্য করেছেন রণজয়। 

আরও পড়ুন মা ওঁর পছন্দের ফিশফ্রাই মটনচপ মটনকারি বানাত, বাবা পাশে দাঁড়িয়ে খাওয়াত: ঋতুপর্ণা সেনগুপ্ত

কেন হচ্ছে, কী ভাবে হচ্ছে সেই প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছেন না রণজয় বিষ্ণু। ভিডিওবার্তায় অভিনেতা জানাচ্ছেন, বিগত তিন-চার মাস ধরে এইরকম নানা ঘটনা তার সঙ্গে ঘটছে। দেওয়াল থেকে ফটোফ্রেম আচমকাই পড়ে চুরমার হয়ে গিয়েছিল। অথচ সেখানে কোনও জানালাও ছিল না যে হাওয়া ঢুকবে। প্রসঙ্গত, বাইপাস ধরে বিলাসবহুল আবাসনের ২৪ তলায় থাকেন অভিনেতা রণজয় বিষ্ণু। ফ্ল্যাটের বাইরে রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। প্রত্যেকের যাতায়াতের প্রতি সর্বক্ষণ নজরদারি থাকে। সেখানে তো কিছুই ধরা পড়েনি। অথচ শুটিং সেরে গভীর রাতে বাড়ি ফিরে আলো জ্বালাতেই চক্ষু একেবারে চড়কগাছ। 

আরও পড়ুন কারও পছন্দ ইলিশ-মটন তো কেউ ভালবাসে ভেটকি, জামাইষষ্ঠীতে সেলেব জামাইদের পাতে থাকছে কোন পদ?

Bengali Actor Ranojoy Bishnu