Advertisment

মুম্বই থেকে সোজা দক্ষিণে পাড়ি, মালায়লম শোয়ের মঞ্চে রানু

সম্প্রতি একটি মালয়ালম শোয়ের মঞ্চে ডাক পেয়েছিলেন তিনি। আর সেখান থেকেই একটি ভিডিও ফের ভাইরাল সোশাল মিডিয়ায়। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক গান গেয়ে চলেছেন রানু।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রানু মন্ডল। ফোটো- ফেসবুক

এতদিন মুম্বই ও কলকাতাতেই শো করছিলেন তিনি, এবার সোজা পাড়ি দিলেন দক্ষিণ ভারতে। তিনি ভারতের নয়া ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল। লতা মঙ্গেশকরের একটি গান রানাঘাট স্টেশন থেকে বানিজ্য নগরীর যাত্রাপথ তৈরি করেছিল। তারপর এখনও পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয়নি রানুকে। হিমেশ রেশমিয়ার সঙ্গে 'হ্যাপি হার্ডি অ্যান্ড' ছবিতে তিনটে গান গেয়েছেন রানু।

Advertisment

সম্প্রতি একটি মালয়ালম শোয়ের মঞ্চে ডাক পেয়েছিলেন তিনি। আর সেখান থেকেই একটি ভিডিও ফের ভাইরাল সোশাল মিডিয়ায়। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক গান গেয়ে চলেছেন রানু। ‘পেয়ার কা নাগমা’ থেকে ‘সত্যম শিবম সুন্দরম’, গেয়ে মঞ্চ মাতালেন তিনি। গাইতে ভুললেন না হিমেশের সঙ্গে তাঁর ডুয়েট 'তেরি মেরি কাহানি'

আরও পড়ুন, ছোটবেলায় রিয়্যালিটি শোয়ের বিজেতা, মাদকের কবল থেকে বেরিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে

তাঁকে নিয়ে একের পর কাজ হয়ে চলেছে। রানু মন্ডলের বায়োপিক তৈরির কথাও হয়েছে। শোনা যাচ্ছে, সুদীপ্তা চক্রবর্তীকে দেখা যাবে মুখ্য চরিত্রে।বলিউড থেকে বায়োপিক, রানাঘাটের রানুর এখন দম ফেলবার সময় নেই। তারপরে দুর্গা পুজোতেও শ্রোতাদের মগ্ন করেছেন তিনি। দুর্গা পুজোয় অর্জুনপুর আমরা সবাই ক্লাবের থিম সং গেয়েছেন রানু।

রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছিলেন গায়ক-সঙ্গীতপরিচালক

Music
Advertisment