বুধবার সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া, ইন্টারনেট সেনসেশন রানু মন্ডলকে নিয়ে বললেন, তিনি লতা মঙ্গেশকরের গান উদ্বুদ্ধ, তবে তাঁর গান 'সরাসরি নকল' করেননি। রানাঘাট স্টেশনে রানুর গলায় 'এক প্যায়ার কা নগমা হ্যায়' গানটি ভাইরাল হওয়ার পর থেকেই জনপ্রিয় নাম হতে শুরু করেছেন তিনি।
Advertisment
লতা মঙ্গেশকর সম্প্রতি নাম না করে রানু মন্ডলের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন, যে সফল হতে গেলে নকলনবিশি খুব একটা ভরসাযোগ্য এবং দীর্ঘস্থায়ী নয়। হিমেশ রেশমিয়া, রানু মন্ডলের সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'হ্যাপি হার্ডি এন্ড হীর' ছবির জন্য দু'টো গান রেকর্ড করিয়েছেন। সেই গানেরই লঞ্চ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, লতা মঙ্গেশকরের মন্তব্য ইতিবাচকভাবেই নেওয়া প্রয়োজন।
সাংবাদিকদের তিনি বলেন, ''রানু লতাজি গানে উদ্বুদ্ধ, কিম্তু তারমতো কিংবদন্তী একজনই হয়। তিনি সেরা। লতাজির মন্তব্য ছিল, যে কেউ অন্যকারও কাজ থেকে উৎসাহ পেতে পারে, সেটা ভাল বিষয়, কিন্তু তার মানে এটা নয় কাজটা সে সরাসরি নকল করে করবে। রানু সেটা করেনওনি।''
রেশমিয়া আরও জানান, কারও কাজ থেকে উৎসাহ পাওয়া এবং কারও কাজ নকল করার মধ্যে তফাত রয়েছে। ''আজকে অরিজিৎ সিং অত্যন্ত ভাল গায়ক এবং কেউ যদি এক্কেবারে তাঁর মতো গান গায়, সেটা সেভাবে কাজ করবেনা। আসলে, উদ্বুদ্ধ হওয়াটাই গুরুত্বপূর্ণ।''
তিনি আরও বলেন, ''আমরা প্রত্যেকে কোথাও থেকে উৎসাহ পাই। আমি যখন উপরের নোটে গান গাই শ্রোতারা বলেন সেটা নাকি সুরে হয় কিন্তু আন্তর্জাতিক মানের গান সবসময়ে নাকি সুরে হয়েছে, এখন সেটা সাধারণ বিষয়। এই উদ্বুদ্ধ হওয়াটা জরুরি... আর রানু প্রতিভা নিয়েই জন্মেছেন।''