ফের একবার খারাপ ব্যবহারের কারণে ভাইরাল হলেন রানু মন্ডল। অনুরাগীর সেলফির অনুরোধের বদলে তাঁকে প্রশ্ন করে বসলেন, ''ইয়ে ক্যায়া হ্যায়''? ঘটনাটি কোনও এক দোকানের ভিতরের। রানুর সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে একজন মহিলা তাঁর গায়ে হাত দিয়ে ডাকা মাত্র বিরক্ত হলেন রানু। ঘুরেই কোনওকিছুর তোয়াক্কা না করে বললেন ''এটার মানে কি''?
ব্যস, মূহুর্তে ভাইরাল সেই ভিডিও। হাতে মোবাইল নিয়ে রানুর সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যেই গিয়ছিলেন তিনি। তবে গায়িকার ব্যবহারে একটু হকচকিয়েই গিয়েছিলেন মহিলা। এর আগে অতীন্দ্রকে 'ভগবানের চাকর' বলে বিতর্কে জড়িয়েছিলেন এই নয়া ইন্টারনেট সেনসেশন।
আরও পড়ুন, রাতে উঠতে হলে মাকে ডাকি, একা ঘুমোতে পারি না: দিব্যজ্যোতি
জীবনে নানা উত্থান-পতন দেখেছেন বটে, কিন্তু এখন তিনি সেলিব্রিটি। সুতরাং, প্রশংসার সঙ্গেই বিতর্ক পিছু পিছু আসে। একটু এদিক থেকে ওদিক হলেই হল। রানু মন্ডলের ক্ষেত্রেও তাই হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার নেটিজেনরাও রানু সমালোচনায় মুখর।
রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছিলেন গায়ক-সঙ্গীতপরিচালক।