/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/ranveer-deepika-759.jpg)
তিন বছরের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছেন রণবীর সিং।
মুম্বইয়ের প্রভাদেবীতে ব্যুমন্ডে টাওয়ারে ফ্ল্যাট ভাড়া নিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। তেত্রিশ তলার বিল্ডিংয়েরই ২৬ ফ্লোরে ফোরবিএইচকে-র একটি ফ্ল্যাট রয়েছেন রণবীরের স্ত্রী দীপিকা পাডুকোনের। ২০১০ সালে ১৬ কোটি টাকা দিয়ে এটি কেনেন দীপিকা।
রেজিস্ট্রেশন দফতরের সূত্রের খবর অনুসারে, তিন বছরের জন্য জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছেন রণবীর সিং। প্রথম দু'বছর প্রতি মাসে ৭.২৫ লাখ টাকা ভাড়া গুনবেন অভিনেতা। পরের ১২ মাস অবশ্য বেড়ে ভাড়া দাঁড়াবে ৭.৯৭ টাকায়। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাধেন রণবীর-দীপিকা।
View this post on InstagramAll I want for Christmas????❤️
A post shared by Ranveer Singh (@ranveersingh) on
আরও পড়ুন, বিকিনি বিতর্কে সোনা, ”কষ্ট করে বানানো ভুঁড়ি লুকাব না”
সামনেই কবীর খানের পরিচালনায় ৮৩ ছবিতে দেখা যাবে রণবীরকে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেটের স্মৃতি ফিরবে এই ছবির হাত ধরে। কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে, দীপিকা পাডুকোন রয়েছে স্ত্রী রোমি দেবের ভূমিকায়।
অন্যদিকে দীপিকার ঝুলিতে রয়েছে মেঘনা গুলজারের ছপাক। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের বায়োপিক এই ছবি। ১০ জানুয়ারী মুক্তি পেতে চলেছে ছপাক। দীপিকার বিপরীতে ছবিতে রয়েছেন বিক্রান্ত মেসি।