ধর্মবিশ্বাসে আঘাত আসছে, তাই অভিনয় থেকে সরে দাঁড়ালেন দঙ্গল গার্ল। জায়রা ওয়াসিমের এই সিদ্ধান্তে দু’ভাগে ভাগ হতে দেখা গিয়েছে বলিউডকে। আর তাতেই টুইট করে নিজের বক্তব্য জানিয়েছিলেন রবিনা ট্যান্ডন। তিনি লিখেছিলেন, ''দুটো ছবি পুরনো কেউ অকৃতজ্ঞের মতো সিনেমার দুনিয়া থেকে বেরিয়ে যেতে চাইলে তাতে ইন্ডাস্ট্রির কিছু যায় আসে না। তবে নিজেদের মন্তব্য ব্যক্তিগত রাখাটাই কাম্য।''
এরপরেই এদিন পুরনো টুইট মুছে ফেললেন নায়িকা। টুইট করে জায়রার উদ্দেশ্যে তিনি লিখেছেন, ''ওকে জোর করে কেউ এই টুইই লিখিয়ে থাকলে ওর জন্য খারাপ লাগছে। এই প্রজন্মের কাছে ও অনুপ্রেরণা। প্রার্থনা করব ও যেন শক্ত থাকতে পারে। সেদিনের টুইটের জন্য আমি অনুতপ্ত। সেটা মুছে ফেলছি।''
রবিনা আরও বলেছেন, ''ওর এই সিদ্ধান্ত সিনেমাপ্রিয় মানুষ হিসাবে আমাকে কষ্ট দিয়েছিল। তাই শব্দগুলো বোধহয় কর্কশ হয়ে গিয়েছিল।''
আরও পড়ুন, অভিনয় থেকে সরে গিয়েছেন জায়রা, সিদ্ধান্তে ক্ষুব্ধ তসলিমা
আরও পড়ুন, ‘ধর্মবিশ্বাসে আঘাত’ অভিনয়ে ইতি টানলেন জায়রা ওয়াসিম
প্রসঙ্গত, অভিনেত্রী জানিয়েছেন, ”এই কাজ তাকে ক্রমশ অসেচতন তৈরি করছিল। আমি অন্য মানুষ তৈরি হওয়ার চেষ্টা করছিলাম যা আমি নই। আমি ধর্মবিশ্বাসে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল। যদিও এখান থেকে অনেক ভালবাসা, সম্মান আমি পেয়েছি।” আর 'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টারের' পর মার্চেই শেষ করেছেন সোনালী বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।