/indian-express-bangla/media/media_files/2025/08/19/cats-2025-08-19-16-36-10.jpg)
ddhi Sen And Aniket Chattopadhyay- The Bengal Files: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত আপকামিং মুভি 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার। মমতার সরকারের তুলোধনা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। রাজনৈতিক চাপের জন্য কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। মমতার সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ঘটনায় ফুঁসছে বাংলা ইন্ডাস্ট্রিও। বিবেককে তোপ দেগেছেন প্রযোজক রাণা সরকার থেকে অভিনেতা ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী। তবে স্রোতের বিপরীতে হেঁটেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।
যে কোনও বিষয়েই নিজের মত ব্যক্ত করেন ঋদ্ধি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দ্য বেঙ্গল ফাইলসে গোপাল মুখার্জির ভাবমূর্তি ভুলভাবে প্রদর্শনের অভিযোগ তুলেছেন তাঁর নাতি। সেই প্রেক্ষিতে পরিচালকের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর-ও। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা ঋদ্ধি সেন লিখেছেন, 'শান্তনু দাবি করেছেন, আমার দাদুকে কসাই বলা হয়েছে, আবার পাঁঠাও (যার মানে ছাগল) যা অত্যন্ত অপমানজনক। আমার মনে হয় বিবেক অগ্নিহোত্রীর আরও গবেষণা করা উচিত। উনি এই ভুল তথ্য কোথা থেকে পেলেন? আমাদের সঙ্গেও তিনি যোগাযোগ করেননি। তাই আমরা এর প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও করব। প্রতিবাদ স্বরূপ আমরা বিবেক অগ্নিহোত্রীর কাছে একটি আইনি নোটিশ পাঠিয়েছি এবং এফআইআরও দায়ের করেছি।'
পুনশ্চ যোগে ঋদ্ধি যোগ করেছেন, 'এই জন্যই কখনও কিছুকে ব্যান করা উচিত না। সত্যি চাপা থাকে না বরং জনসমক্ষে সেই সত্য উদঘাটন হওয়া প্রয়োজন। ট্রেলারটা মুক্তি না পেলে কেউ জানতেই পারত না যে বিবেক অগ্নিহোত্রী আসলে বিবেকহীন মূর্খহোত্রী।' ইতিহাস বিকৃতিকরণের প্রেক্ষিতে নাম না করে বিবেককে খোঁচা মেরে ঋত্বিক চক্রবর্তী লিখেছেন, 'তুমি সিনেমা দেখে ইতিহাস শিখছো? তাহলে এবার ইউটিউব থেকে সাঁতার আর রেডিও থেকে পেন্টোমাইম শিখে নাও ভাই অকাল কুষ্মাণ্ড।'
আরও পড়ুন 'আমি ইতিহাসবিদ নই যে...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে মুখ খুললেন বাঙালি অভিনেতা শাশ্বত
অন্যদিকে উলটো সুরে কথা বললেন বাংলা ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। বিবেককে সমর্থন করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বিবেক অগ্নিহোত্রি বিজেপি আর এস এস এর প্রোপাগান্ডা ছবি বানান। লুকিয়ে নয়, রাষ্ট্রের সমর্থন নিয়েই। আপনার ধক থাকলে পালটা ছবি বানান, পাল্টা ন্যারেটিভ তৈরি করুন।'
সুর চড়িয়ে বলেছেন, '২১ এ জুলাই খ্যামটা নাচের জন্য যাঁদের ডাকা হয় তাঁদের বলুন। ইডি আর সি বি আই এর ভয়ে কুঁকড়ে থাকা প্রযোজকদের-পরিচালকদের বলুন উলুপুচু পুচু ভাটের ছবি না বানিয়ে এই ন্যারেটিভগুলোর পাল্টা ন্যারেটিভ তৈরির জন্য ছবি বানাতে। সেসব না করে পুলিশ দিয়ে ছবি আটকে, ছবি ব্যান করে কোনও লাভ হবে না, হয় না। 'আহা ওনারা কেন ছবিতে মিথ্যে বলছেন' এসব বলার কোনও মানে হয় না। যাঁরা মিথ্যে বলছেন তার পালটা জবাব দিন, লিখুন, সিনেমা বানান।'
প্রযোজক রাণা সরকার আবার বিবেক অগ্নিহোত্রীকে রাজনৈতিক দলের অ্যাড ফিল্মমেকার বলে দাগিয়ে দিয়েছেন। ট্রেলার লঞ্চে বাধা দেওয়ার ঘটনায় যাঁরা প্রতিবাদ করছেন তাঁদের উদ্দেশে রাণার বক্তব্য, 'যাঁরা বলছেন ট্রেলার লঞ্চ ইভেন্ট আটকানো ঠিক হয়নি বা শিল্পের কণ্ঠরোধ করা উচিত হয়নি তাঁদের বোঝা উচিত বিবেক অগ্নিহোত্রী কোনও শিল্প করতে এখানে আসেননি। ২০২৬ ভোটের আগে হিন্দু মুসলিম অশান্তি সৃষ্টি করতে উনি এসেছেন। তাই ওঁর ট্রেলার লঞ্চ ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, অনুমতি থাকলেও বন্ধ করে দেওয়া দরকার ছিল।'