Riddhi Sen: সেন্সর বোর্ডের ছুরি কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের আলোচনা সিনে দুনিয়ায়। একের পর এক উষ্ণ মুহূর্তের দৃশ্য কেটে ছেঁটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেন্সর বোর্ডের থেকে এহেন আচরণ একেবারেই আশা করছেন না ঋদ্ধি সেন। তাই তো সমাজ মাধ্যমে তিনি, সাফ সাফ কাটা কাটা কথা বলে দিয়েছেন। তিনি সেন্সর বোর্ডকে বনমানুষ বলছেন কেন?
ঋদ্ধি যে পোস্ট করেছেন সেখানে লেখা, "ভারতীয় সেন্সর বোর্ড সম্প্রতি সুপারম্যানের একটি চুম্বনের দৃশ্য কেটে দিয়েছে, কারণ তাদের মতে এটি "অতিরিক্ত দীর্ঘ" ছিল। অথচ, ভারতীয় সিনেমায় বহু দশক ধরে অসংখ্য দীর্ঘ আইটেম গান পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে তোষণ করে এসেছে- যা নারীর বস্তুকরণ, যৌনায়ন এবং পরোক্ষভাবে ধর্ষণ সংস্কৃতির পুষ্টিতে ভূমিকা রেখেছে। বিস্ময়করভাবে, এইসব বিষয়কে সেন্সর বোর্ড কখনোই ‘অনুপযুক্ত’ বলে মনে করেনি। এই দ্বিচারিতা প্রমাণ করে, আমাদের ‘সেন্সরশিপ’-এর মানদণ্ড এখনো পক্ষপাতদুষ্ট ও গভীরভাবে যৌন রাজনীতিতে প্রভাবিত।"
Shilpa Shirodkar: তাচ্ছিল্য করা হত নায়িকাকে, উদ্ধার করেছিলেন বাংলার ছেলেই, শিল্পার জীবন বদলে দেন এই সুপারস্টার..
এই প্রসঙ্গে তাঁর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা কথা বললে, তিনি কী জানালেন? কারণ, জানা গিয়েছিল, সাইয়ারা ছবির বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও কেটে দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড কি এহেন দৃশ্য নিয়ে সমস্যা বাড়ছে? শিল্পী ঋদ্ধির কথায়, 'যাঁরা ছবি বানান, তাঁদের কিন্তু খুব সমস্যা। আমার মনে আছে নগর্কীর্তনের সময় আমাদের সেন্সর বোর্ড নিয়ে নানা ঝামেলা হয়েছিল। এইটা চিরাচরিত। ইন্ডিয়ান সেন্সরশিপ নিয়ে নানা অসুবিধা লেগেই থাকে। "এর যে কবে সুরাহা হবে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এখন তো সিনেমা এবং OTT সর্বত্রই শুরু হয়ে সমস্যা। যেগুলি থিয়েটারে রিলিজ করবে তাঁর জন্য তো খুব মুশকিল।"
Bollywood News: মাত্র ১৩ বছরে বিয়ে! বিয়ে করেই ইসলাম গ্রহণ করেন এই শিল্পী, সয়েছেন অসহ্য যন্ত্রণা, চেনেন তাঁকে?
ভারতীয় ছবিতে আইটেম নাচ খুব জনপ্রিয়। বিশেষ করে, দেখা যায় কিছু নায়িকা মুখিয়ে থাকেন, এই ধরনের নাচে পারফর্ম করার জন্য। তাহলে কি সত্যিই এসবের মাধ্যমে নারী পণ্যবস্তু হিসেবে প্রদর্শিত হচ্ছে? প্রসঙ্গে তিনি বলেন, কোন প্রেক্ষিতে এটা ছবিতে দেখানো হচ্ছে সেটা মাথায় রাখা দরকার। গল্পের সঙ্গে যদি মিল খায়, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকমভাবে দেখানো যেতে পারে। অধিকাংশ সময় ভারতীয় ছবিতে সেটা হয় না। সবসময় জোড় করেই সেটা দেখানো হয়েছে। এখানেই শেষ না। যেকোনও আইটেম ড্যান্সের ক্ষেত্রেই একটা পুরুষালি বিষয় থাকে।
ঋদ্ধি আরও বলেন, "ভারতের বুকে রাস্তায় চুমু খাওয়া পাপ। কিন্তু, খুন করা পাপ নয়। কিংবা রাস্তায় শৌচকার্য করা অপরাধ নয়। এটা তো হয়েই আছে।"