Rii Kolkata Car Accident: 'ওই ঘটনার পর আমার...', ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার জেরে এ কী হাল অভিনেত্রী ঋ-র!

Thakurpukur Car Accident: বাঙালি টিভি পরিচালক ভিক্টোর বেপরোয়া গাড়ির গতিতে মৃত্যু এক অসহায় নাগরিকের। ঘটনায় তোলপাড় তিলোত্তমা। গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ। এই মুহূর্তে মানসিক ট্রমায় রয়েছেন তিনি।

Thakurpukur Car Accident: বাঙালি টিভি পরিচালক ভিক্টোর বেপরোয়া গাড়ির গতিতে মৃত্যু এক অসহায় নাগরিকের। ঘটনায় তোলপাড় তিলোত্তমা। গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋ। এই মুহূর্তে মানসিক ট্রমায় রয়েছেন তিনি।

author-image
Kasturi Kundu
New Update
এ কী হাল অভিনেত্রী ঋ-র!

এ কী হাল অভিনেত্রী ঋ-র!

Kolkata Car Accident: বলিউডের ছায়া এবার যেন টলিউডেও!! মদ্যপ অবস্থায় সলমনের মতো গাড়ি চালিয়ে এক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিলেন ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস। সকলের কাছে অবশ্য ভিক্টো নামেই পরিচিত। রবিবার ভোররাতের এই ঘটনা যেন ভাইজানের হিট অ্যান্ড রান কেসের বঙ্গীয় সংস্করণ। প্রশাসনিক সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জেনেছে, সোমবার দুপুরে আলিপুর আদালতে পেশ করা হয় পরিচালককে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে 'ভিডিয়ো বৌমা'-র পরিচালক সিদ্ধান্ত দাসকে। তারপর ফের আদালতে পেশ করা হবে পরিচালককে। ঘটনার সময় গাড়িতে ছিলেন সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া। প্রসাশন সূত্রে আরও জানা যাচ্ছে, তিনি জামিনে ছাড়া পেয়েছেন। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায় মদ্যপ অবস্থায় তিনি প্রায় অচেতন। পুলিশের গাড়িতে ওঠার সময়ও তিনি পড়ে যান। অন্যদিকে আশেপাশের মানুষের সাহায্যে ঘটনাস্থল থেকে ঋ-কে বেরিয়ে যেতে সাহায্য করেন। এই মুহূর্তে মানসিকভাবে একেবারেই স্থিতিশীল নেই ঋ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ঋ-র সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি একটাই কথা বলেন, 'আমার শরীর একদম ভাল নেই। ট্রমার মধ্যে রয়েছি। এই মুহূর্তে আমাকে একটু একা থাকতে দিন।' অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা করেছে টলিপাড়ার একাংশ। 

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় 'ট্রমা'-র বিরুদ্ধে হেঁয়ালি করে লিখেছেন, 'বাহ্ কি সুন্দর না?মানসিক ট্রমা? আরে তোরা এতো বড়  বড়  কথা বলিস সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ বসবো না?' জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র থেকে সঙ্ঘশ্রী, স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেতা ভাস্বর সহ স্টুডিওপাড়ার অনেকেই পরিচালক ভিক্টোর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। 

Advertisment

প্রসঙ্গত, মত্ত অবস্থায় গাড়ি চালানো অর্থাৎ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু, খাস কলকাতা আরও একবার এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল সে কথা বলাইবাহুল্য। মদ্যপ অবস্থায়  নিয়ন্ত্রণ হারিয়ে চালকের বেপরোয়া গতির বলি হয়েছে ১ এবং আহতে সংখ্যা ছয়। পরিচালকের এই নক্কারজনক ঘটনায় তোলপাড় তিলোত্তমা। 

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রি নেশার কবলে চলে যাচ্ছে', মদ্যপ পরিচালকের বেপরোয়া গতির বলি ১! প্রতিবাদী ভাস্বর-সঙ্ঘশ্রী

kolkata Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali News Today Bengali serial TRP Thakur pukur Car Accident Rii sen