Advertisment
Presenting Partner
Desktop GIF

লালবাজারে কী করছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত-ব্রাত্য বসু?

ডিসিপি দামিনী সিনহা, লালবাজার। এই নামেই ছেয়ে ছিল রবিবার লালবাজার চত্বর। ব্যস্ততা ও হুড়োহুড়ি ছিল চোখে পড়ার মতো। না না কোন সরকারি অফিসার নয়, সবাই ব্যস্ত ছিল সিনেমার শ্যুটিংয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রোববারের লালবাজার মোটেই শুনশান ছিল না। কর্মচঞ্চলতা বরং অন্যদিনের চেয়ে ছিল কিঞ্চিৎ বেশিই। শ্যুটিং চলছিল এখানে। আরে না, গুলি-বন্দুক নয়, সিনেমার শ্যুটিং। রিঙ্গোর নতুন সিনেমা আসছে না? দামিনী?

Advertisment

ডেপুটি পুলিশ সুপার দামিনী সিনহা, লালবাজার। এই নামেই আজকাল সবাই ডাকছে ঋতুপর্ণা সেনগুপ্তকে।

publive-image

প্রচণ্ড একরোখা এক পুলিশ অফিসার দামিনী। যিনি ভালবাসেন বাইক চালাতে। অপরাধীদের কোনও ছাড় নেই তাঁর কাছে। শুধু ঋতুপর্ণা নয়, এ ছবিতে রয়েছেন ব্রাত্য বসুও। নেগেটিভ চরিত্রে। রোববারের শ্যুটিংয়ে ছিলেন তিনিও।

আরও পড়ুন, দেবজ্যোতি মিশ্রের সুরে দর্শকরা এবার গায়ে মাখবে আলো

ঋতুপর্ণার চরিত্রটা গড়া হয়েছে কিরণ বেদীর আদলে।

publive-image

দামিনী সম্ভবত শুরু। আসতে পারে দামিনীর সিক্যুয়েলও। সে জন্য নাকি লেখা হচ্ছে দামিনী অমনিবাস। এ কথা সত্যি হলে, বাংলা ভাষায় এই প্রথম কোনও সিনেমার সিক্যয়েল হচ্ছে। এবছর শীতেই মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন, EXCLUSIVE: সৌরভের বায়োপিক বানাচ্ছে একতা কাপুরের ‘অল্ট বালাজি’?

rituparna sengupta bratya basu
Advertisment