ঋতুপর্ণার অনস্ক্রিন স্বামী অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপের বিপরীতে দেখা যেতে চলেছেন টলিপাড়ার এক নম্বর নায়িকাকে। নামটা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই! তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত।

অনুরাগ কাশ্যপের বিপরীতে দেখা যেতে চলেছেন টলিপাড়ার এক নম্বর নায়িকাকে। নামটা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই! তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বলিউডে কামব্যাক করতে চলেছেন ঋতুপর্ণা।

বলিউডে যে কামব্যাক করতে চলেছেন তিনি একথা শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রিতে কান পাতলেই। এবার সেই খবরের শিলমোহর পড়ল। অনুরাগ কাশ্যপের বিপরীতে দেখা যেতে চলেছেন টলিপাড়ার এক নম্বর নায়িকাকে। নামটা আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই! তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক হরি বিশ্বনাথের 'বাঁশরী'। দক্ষিণী পরিচালকের এটা দ্বিতীয় ফিচার ছবি।

Advertisment

আরও পড়ুন, সমপ্রেমের সংজ্ঞা বদলাবে ‘নগরকীর্তন’-এর ঝলক

একজন সিঙ্গেল মা ও তাঁর ছেলেকে নিয়ে তৈরি এই ছবির গল্প। কিন্তু ছেলের সঙ্গে দেখা হওয়ার পর কীভাবে একটার পর একটা ঘটনায় কাহিনি এগোতে থাকে সেটাই এই ছবির উপপাদ্য। তবে ছবির শুরুতে দেখা মিলবে না অনুরাগ কাশ্যপের। বিভিন্ন ফেস্টিভ্যালে ঋতুপর্ণার ছবি দেখেই তাঁর হদিশ করেন পরিচালক। এই প্রথমবার অনুরাগ কাশ্যপের সঙ্গে জুটি বাঁধছেন টলিউড ডিভা।

Advertisment

আরও পড়ুন, বসুশ্রীতেই অনুষ্ঠিত হবে সিনেমার সমাবর্তনের তৃতীয় অধ্যায়

তবে শুধুমাত্র ঋতুপর্ণা-অনুরাগ নয়, ছবিতে দেখা যাবে রঘুবীর যাদব, চিত্রাঙ্গদা চক্রবর্তীকেও। আর ঋতুপর্নার ছেলের ভূমিকায় রয়েছে তারে জমিন পর খ্যাত দর্শিল সাফারি। তবে বলিউডে কামব্যাক হলেও ঋতুপর্ণার হাতে ছবি কম নেই। সামনেই মুক্তি পাবে নায়িকার ছবি আহা রে। এছাড়াও রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের শাহজাহান রিজেন্সি, উইন্ডোজের মুখার্জি দার বউ, বেলাশুরু। সম্প্রতি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে সিঙ্গাপুরে রয়েছেন অভিনেত্রী। সবমিলিয়ে ২০১৯ বেশ ব্যস্ততাতেই কাটবে ঋতুপর্ণা সেনগুপ্তর।

tollywood rituparna sengupta