/indian-express-bangla/media/media_files/2025/05/18/iW0kbKNQwEvo8BMd2T3I.jpg)
ঋতুর জন্মদিন আজ...
সেদিন কলকাতা জুড়ে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। মুহূর্তের মধ্যেই ঋতু বদলে ছিল। ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়াটা মেনে নেওয়া অসম্ভব ছিল সিনেপ্রিমীদের পক্ষে। তাঁর আকষ্মিক মৃত্যুতে ভেঙ্গে পড়েছিল গোটা টলিপাড়া। সেদিন সকাল হতে জানা গিয়েছিল মেঘ করেছে কলকাতার সকালে। সকলের প্রিয় ঋতু দা আর নেই। কিন্তু সে মানুষটা লিগ্যাসী এখনো রয়ে গেছে। যদিও বা আজ ৩১ আগষ্ট, তাঁর জন্মদিন।
ঋতুপর্ণ ঘোষকে নিয়ে একবার মনীষা কৈরালা বলেছিলেন, তাকে নাকি মান্য নামে ডাকতেন কিংবদন্তি পরিচালক। ঋতুপর্ণর সঙ্গে বহু মানুষ কাজ করেছেন। এমনকি হিন্দি ছবির বিগশটরাও, তাঁর সঙ্গে কাজ করবেন বলে মুখিয়ে থাকতেন। অমিতাভ বচ্চন থেকে, অজয় দেবগন কিংবা, কিরণ খের - সেই তালিকায় আছেন অনেকেই। তবে, মনীষা এক সাক্ষাৎকারে বলেছিলেন, কলকাতায় খেলার শুটিং চলাকালীন, পরিচালক নাকি তাকে কলকাতার বেশ কয়েকটি দোকানে নিয়ে গিয়ে নরম মলমলের শাড়ি কিনে দিয়েছিলেন। বছরগুলো পার করলেও, পরিচালকের শিল্পী সত্তা কিন্তু আজও প্রবহমান।
'আমি ওকে মারিনি', স্বামীকে শেষ করেছিলেন? এই অভিনেত্রীকেই 'ডাইনি' হিসেবে দাগিয়ে দেওয়া হয়!
তাই আজ জন্মদিনে, পরিচালকের সঙ্গে মনোমালিন্য প্রসঙ্গে, মুখ খুলেছেন মীর আফসার আলী। মীরকে নাকি একদম পছন্দ করতেন না পরিচালক? যেহেতু তার নকল করতেন, তাই নাকি এক সময় ঘোষ এন্ড কোম্পানি অনুষ্ঠানে ডেকে নিয়ে গিয়ে, যা নয় তাই বলেছিলেন ঋতুপর্ণ? জীবনের শেষ দিনগুলোতে, মীর সঙ্গে কথাই বলতেন না ঋতু? মীর খোলসা করলেন সেকথা। সমাজ মাধ্যমে পোস্ট করে বললেন...
"আজও! আজও অনেকে আছেন যাঁরা ভাবেন আমাদের বুঝি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল সেই ২০১১ সালে, ঘোষ & Co.-র পর থেকে। আমরা নাকি sworn enemies ছিলাম। একে অপরকে নাকি সহ্য করতে পারতাম না। আমি কিন্তু আজও মানুষটির Jabra Fan। আজ তাঁর জন্মদিন। তাই খুব স্বাভাবিক নিয়মে এই পোস্ট। এবং আমি বলে রাখি, উনি আমার সবথেকে প্রিয়। বোধ হয় কোথাও ওনার ওই হাসি মুখে, মিথ্যে রাগ ঝুলিয়ে “এক মারবো শয়তান!!” বলা’টা শোনার লোভে..."
Chanchal Chowdhury: কেন ২ বার বিয়ে করেছিলেন? প্রকাশ্যেই সত্যি কথাটা বলে দিলেন চঞ্চল চৌধুরী
শুধু মীর নন, বরং অভিনেতা এবং প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি ঋতুকে তার ছোট ভাই এবং বন্ধুর মতোই মনে করতেন, তাঁর যেন আজকের দিনে খুব মন খারাপ। বলছেন.. "শুভ জন্মদিন ঋতু... তুই নেই, কিন্তু তোর সৃষ্টি আর তোর ভালোবাসা আজও আমাদের মধ্যে বেঁচে আছে।"