/indian-express-bangla/media/media_files/2025/10/30/rudra-2025-10-30-17-13-15.png)
যা বললেন রুদ্র...
Rudranil Ghosh-Jagadhatri Puja: রুদ্রনীল ঘোষ, নিজের সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি কেন্দ্রীয় শাসকদলের বেশ পরিচিত মুখ। বিশেষ করে রাজ্য সরকারকে নিয়ে নানা ধরণের আলোচনা করতে দেখা যায় তাঁকে, এবারও ব্যতিক্রম না। আজ জগদ্ধাত্রী পুজো। তাঁর আগেই দক্ষিণ ২৪ পরগণার মন্দির বাজারে, যা ঘটে গিয়েছিল, তা দেখেই চমকে উঠেছিলেন রুদ্রনীল। এই ভারতে সব- ধর্মের উৎসব উদযাপিত হয়। সেখানে মায়ের মূর্তি ভাঙার ঘটনা আবারও ভাবিয়েছে তাঁকে।
ঠাকুরের মূর্তি বানিয়েই রোজগার করেন সেই পরিবার। যথারীতি, সেই গ্রামে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। মা জগদ্ধাত্রীর মূর্তির সঙ্গে হয় এক অনাচার। আর সেই দৃশ্য চোখে আসতেই যেন তেলেবেগুনে জ্বলে ওঠেন রুদ্রনীল। অভিনেতা জানান, কাদের প্রশ্রয়ে এসব ঘটছে, তা তিনি জানেন। সোজাসুজি সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন...
"কার বা কাদের প্রশ্রয়ে বারংবার এই ধর্মীয় আক্রমণ তা সবার জানা। যারা সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী পরিচ্ছন্ন ভোটার তালিকার বিরোধী, SIR এ ভুয়ো ও মৃত ভোটাদের নাম বাদ গেলে যারা "আগুন জ্বলবে", " ঠ্যাং ভেঙে দেব", হুমকি দিয়ে বৈতরণী পারের আশা করছেন, বা যারা " অর্ধেক বাংলা উর্দু বলবে" বলে হুংকার ছাড়েন,-তাদের আশ্রয়ে প্রশ্রয়েই এই আঘাত।" বাংলায় এসআইআর শুরু হয়েছে। ভুয়ো ভোটার থেকে শুরু করে, মৃত ভোটারদের শনাক্ত করে তাঁদের বাতিল প্রক্রিয়া চলবে আসন্ন বিধানসভা ভোটের আগেই।
এদিকে, সেই ঘটনার পর আজ মন্দির বাজারের পুজোয় গিয়েছিলেন রুদ্র। সেখানে গিয়ে যা শুনলেন ও বুঝলেন, তাই সমাজ মাধ্যমের পাতায় লিখলেন। সেখানে মায়ের পুজোয় সামিল হলেন তিনি। রুদ্র লিখছেন...
"মন্দিরবাজারে জগদ্ধাত্রী পুজোয়। কোর্টের পার্মিশানে মায়ের পুজো করতে হচ্ছে এ রাজ্যে। প্রতিবাদ করলে করলে বিধায়ক বাহিনীর মারধোর। ছুটতে হচ্ছে ডায়মন্ড হারবার হাসপাতালে। পুলিশ প্রশাসন হাত গুটিয়ে ভ্যাবলাকান্ত। তবু,মানুষের আবেগ আর ইচ্ছার কাজে পরাজিত হচ্ছে লুটেরাবাহিনীরা। মা জগদ্ধাত্রী ওদেরও মঙ্গল করুন।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us