/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/sid-tolly.jpg)
সিদ্ধার্থ শুক্লার অকালপ্রয়াণে মর্মাহত শুভশ্রী-নুসরত-রুক্মিণীরা
কেউ বিশ্বাস-ই করতে পারছেন না সিদ্ধার্থ শুক্লা আর নেই! হতবাক বিনোদন জগৎ। জনপ্রিয় অভিনেতার এমন অকালপ্রয়াণে মর্মাহত টলিপাড়ার নায়িকারাও। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), নুসরত জাহান (Nusrat Jahan), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), কৌশানী মুখোপাধ্যায়দের (Koushani Mukherjee) মতো প্রথমসারির নায়িকারাও স্তম্ভিত। জীবন-মৃত্যু সত্যি বড় অনিশ্চয়তার। কিন্তু তাই বলে এই বয়সে জ্বলজ্যান্ত একটা মানুষ, এভাবে চিরঘুমের দেশে চলে যাবে টলিপাড়ার অনেকেই স্তব্ধ এই খবরে।
সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান, যিনি সদ্য মা হয়েছেন, তিনিও বেজায় হতবাক সকালবেলা এমন খবর পেয়ে। শোক জ্ঞাপন করে বলেন, "অনেক তাড়াতাড়ি চলে গেলেন। ভীষণ হৃদয়বিদারক ঘটনা। বিশ্বাসই হচ্ছে না। শান্তিতে ঘুমোন।"
Gone too soon. This is such a heart breaking news. Still can't believe. Rest in peace @sidharth_shukla 🙏🙏 pic.twitter.com/yB5xXIntSf
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) September 2, 2021
ওদিকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, "অবিশ্বাস্য এবং অভাবনীয়। সিদ্ধার্থের আত্মার শান্তি কামনা করি।"
RIP 🙏🏻 #SiddharthShuklapic.twitter.com/rFZYgrJMZf
— subhashree ganguly (@subhashreesotwe) September 2, 2021
অভিনেত্রী রুক্মিণী মৈত্রর তো প্রথমটায় বিশ্বাসই হয়নি এই খবর পেয়ে। নিজেই টুইটারে জানতে চান আদৌ এটি সত্যিই কিনা? পরবর্তীতে তিনিও শোকপ্রকাশ করে বলেন, "পরিবারের সকলের জন্য শক্তি এবং শান্তি কামনা করি। বিশেষ করে বান্ধবী শেহনাজ গিল যেন মানসিকভাবে শক্ত থাকেন, সেই প্রার্থনাও করছি। যদিও কোনওভাবেই এই শোক মেনে নেওয়া যায় না, তারপরেও শক্তি বজায় থাকুক।"
<আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুতের ‘অভিশপ্ত স্মৃতি’ উস্কে দিল সিদ্ধার্থ শুক্লার মৃত্যু, নেটদুনিয়ায় হাহাকার>
Praying for strength & peace for his family..
Also praying for lots of strength for this girl @ishehnaaz_gill 💔Stay Strong. Even though no form of condolence honestly helps.. Sending Strength.❤#SiddharthShukla— RUKMINI MAITRA (@RukminiMaitra) September 2, 2021
কৌশানি মুখোপাধ্যায় জানান তিনি যথেষ্ট শোকের মধ্যে। ভাবতেও পারছেন না এটা সম্ভব। তিনি বলেন, "এই সত্যিটা মেনে নিতে পারছি না, অবিশ্বাস্য!"
Now this is unbelievable. I am under shock this can’t be true 😞😞 RIP 🙏🏻@sidharth_shukla Can’t accept the fact pic.twitter.com/P89J6gy2sP
— Koushani Mukherjee (@KoushaniMukher1) September 2, 2021
টলিপাড়ার অভিনেতারাও শোকবার্তা জ্ঞাপন করেন। অভিনেতা জিৎ (Jeet) বললেন, "এই ঘটনা মানা যায় না। ভীষণভাবে অবিশ্বাস্য।" বনি সেনগুপ্ত (Bonny Sengupta) বেশ স্তব্ধ এই ঘটনায় বললেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন সিদ্ধার্থ।"
Unreal absolutely shocking !!!!! #RestInPeace#SiddharthShuklapic.twitter.com/q6dDpeQ2gd
— Jeet (@jeet30) September 2, 2021
<আরও পড়ুন: ‘সিদ্ধার্থ আর নেই’, শুনেই সেটে কান্নায় ভেঙে পড়লেন ‘বিশেষ বান্ধবী’ শেহনাজ, বন্ধ শুটিং>
💔 Rip. Gone too soon. 🙏🏻 pic.twitter.com/3BTTBak5fe
— Bonny (@bonysengupta) September 2, 2021
প্রসঙ্গত, 'বিগ বস'-এর পর সিদ্ধার্থের অনুরাগী সংখ্যা আরও বেশি করে বৃদ্ধি পেয়েছিল। এক উজ্জ্বল প্রতিভার হঠাৎ নিভে যাওয়ায় শোকের ছায়া সর্বত্রই। এমনকী প্রাণোচ্ছ্বল, হাসিখুশি মানুষটাকে চিরতরে বিদায় জানাতে গিয়ে শোকস্তব্ধ বলিউডের প্রথম সারির তারকারাও। বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর আসতে না আসতেই একরকম যেন আকাশ ভেঙে পরে তাঁর প্রিয়জন থেকে অনুরাগীদের মাথায়। সিদ্ধার্থের মতো সুদর্শন চেহারার টেলিনায়ক অনেকেরই মন কেড়েছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন