Advertisment
Presenting Partner
Desktop GIF

Rupsa Chatterjee: 'কাঞ্চন কাকুর সঙ্গে তুলনায় বেশ মজা পেয়েছি', বিয়ের একমাসেই অন্তঃসত্ত্বা রূপসা, কীভাবে? দিলেন জবাব

Rupsa Chatterjee compared with Kanchan Mullick: কিছুদিন আগে কাঞ্চন বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন। অনেকেই জানেন বিয়ের আটমাসের মাথায় মা হয়েছেন তিনি। আর এবার রূপসার সঙ্গে তুলনা উঠল কাঞ্চনের। অভিনেত্রী হেসে বললেন…

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
rupsa kanchan

Rupsa Pregnancy News: মা হতে চলেছেন রূপসা, তাঁর আগেই যা হল...

রূপসা চট্টোপাধ্যায় মা হতে চলেছেন। সুখবর দিয়েছেন গতকাল। শিশুদিবসের দিনেই মা হওয়ার কথা ঘোষণা করেছেন। আর তারপর থেকেই নানা আলোচনা। কারণ? অভিনেত্রী বিয়ের একমাসের মাথায় জীবনের নতুন অধ্যায় শুরুর কথা জানিয়েছেন।

Advertisment

অভিনেত্রী তাঁর বিয়ের কারণেও বেশ আলোচনায় ছিলেন। তাঁর একটাই কারণ, তিনি টানা এক বছর ধরে বিয়ের আনন্দে এবং অনুষ্ঠানে মেতেছিলেন। প্রি ওয়েডিং, থেকে আইবুড়োভাত তিনি সমাজ মাধ্যমে যে যে পোস্ট শেয়ার করেছিলেন তাতে অনেকেই তুলনা করেছিলেন আম্বানি পরিবারের সঙ্গে। কিন্তু এবার নতুন অধ্যায় শুরু। পাশাপাশি ট্রোলিং চলছে মারত্মকভাবে।

রূপসা একমাসের মাথায় মা হলেন কী করে? কটু মন্তব্যে ছারখার সমাজ মাধ্যম। অভিনেত্রীর এই কটাক্ষ সহ্য করছেন কী করে, তাঁর কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ফোন যেতেই তিনি হাসলেন। বলে বসলেন, "আমাদের তো জীবন এটাই। সকলের কথা সহ্য করতেই হবে। কিছু তো করার নেই। মানুষজন বলবে, তাঁদের তো বিনোদনের দরকার না। কারওর কারওর আবার হতাশা এত বীভৎস মাত্রায় চলে গিয়েছে, যে তারা মানুষকে কুকথা বলেই মজা পায়।" কিন্তু গল্প এখানেই শেষ না।

আরও পড়ুন  -   Rupsa Chatterjee: বিয়ের ১মাস যেতে না যেতেই সুখবর, মা হতে চলেছেন রূপসা

কিছুদিন আগে কাঞ্চন বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন। অনেকেই জানেন বিয়ের আটমাসের মাথায় মা হয়েছেন তিনি। আর এবার রূপসার সঙ্গে তুলনা উঠল কাঞ্চনের। অভিনেত্রী হেসে খুন একথায়। তিনি সোজা বললেন, "ভাবা যায়? কাঞ্চন কাকুর সঙ্গে আমাদের তুলনা উঠছে। সত্যি বলি আমার ভীষণ হাসি পেয়েছে এটা দেখে। আমি আর আমার বর দুজনেই ভাবছিলাম যে এই নিয়ে একটা ভিডিও বানাই। যা সব কমেন্ট দেখতে পাচ্ছি, আমি খুব হেসেছি, আসলে আমাদের তো বিনোদনের দরকার।"

আরও পড়ুন  -  Pinky Banerjee Son: কাঞ্চনের মেয়ের প্রভাব ছেলের ওপর পড়বে না, ওশকে কী শিক্ষায় বড় করছেন পিঙ্কি?

এখানেই শেষ না। একমাসের মাথায় কীভাবে সম্ভব? সমাজ নাকি অধঃপতনে যাচ্ছে এইসব নায়িকাদের জন্য, সেই নিয়ে হাজারো কুৎসা, হাজারো কথা। কিন্তু, অভিনেত্রীর সহজ দাবি, "সমাজের ঠেকা আমরা নিয়ে রেখেছি কিনা এটা সত্যিই উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে, অনেকেই দেখছি একটা প্রশ্ন করছেন, যে আমি একমাসের মধ্যে অন্তঃসত্বা হলাম কী করে? আশ্চর্য জানেন না কী করে? যেভাবে সবাই হয়। আমি কি দিনক্ষণ দেখে, সবাইকে জানিয়ে সবকিছু করব?"

উল্লেখ্য, কাঞ্চন এবং শ্রীময়ীর পর এবার রূপসার প্রেগন্যান্সি কান্ড নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম। কিন্তু, অভিনেত্রীর তাতে কিছুই যায় আসে না। তিনি খুব ভাল রয়েছেন। এখন সবটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছেন। সামনে কেমন থাকে সবটা, সেটাই দেখার অপেক্ষা তাঁর।

sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news tollywood Rupsa Chatterjee Tollywood Actress
Advertisment