Advertisment
Presenting Partner
Desktop GIF

Rupsa Chatterjee: বিয়ের ১মাস যেতে না যেতেই সুখবর, মা হতে চলেছেন রূপসা

Rupsa Chatterjee News: দীর্ঘ একবছর আগে আইনি বিয়ে সারার পর, রূপসা এবং সায়নের ড্রিমী ছবি দেখে অনেকেই চোখ বাঁকিয়েছিলেন। কিন্তু, এতসবের পরেও তাঁদের বিয়ের জাঁকজমক নেহাতই কম ছিল না। বরং, অভিনেত্রী সেজেগুজে…

author-image
Anurupa Chakraborty
New Update
rupsa is pregnant

মা হতে চলেছেন রূপসা...

দীর্ঘ একবছর ধরে নানা অনুষ্ঠান, প্রি ওয়েডিং - তারপর গিয়ে বিয়ে হয়েছিল রূপসা এবং সায়ন্দীপের। রূপসা টলিউডের বেশ জনপ্রিয় মুখ। তিনি, নিজের নানা চরিত্রের জন্য মানুষের কাছে পরিচিত। সায়নের সঙ্গে সম্পর্কের ঘোষণা করেছিলেন নিজেই। তারপর, আর রাখঢাক রাখেননি তাতে।

Advertisment

দীর্ঘ একবছর আগে আইনি বিয়ে সারার পর, রূপসা এবং সায়নের ড্রিমী ছবি দেখে অনেকেই চোখ বাঁকিয়েছিলেন। কিন্তু, এতসবের পরেও তাঁদের বিয়ের জাঁকজমক নেহাতই কম ছিল না। বরং, অভিনেত্রী সেজেগুজে রথে চেপে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। আর আজ একমাস পার হতে না হতেই সুখবর দিলেন। সম্পর্ক অন্য দিকে মোড় নিতে চলেছে তাঁদের।

কারণ, শুধু স্বামী স্ত্রী থেকে এখন তাঁরা সন্তানের বাবা মা হতে চলেছেন। আর নিজেদের জীবনের এই সুখবর তাঁরা দিয়েছেন আজ শিশু দিবসের এই বিশেষ দিনে। আজকের থেকে ভাল দিন হয়তো বা তাঁরা আর পেতেন না। সমাজ মাধ্যমে গোলাপী এবং নীল রঙের কেক কেটেই তারা সুখবর জানালেন। সমাজ মাধ্যমে লিখছেন...

"আশা করছি, এবারের পর থেকে প্রতিটা শিশু দিবস আমাদের একদম অন্যরকম কাটবে। এবং ভীষণ আনন্দের হবে এই দিনটা। কারণ, পরবর্তীতে একটি জুনিয়র আমাদের জীবনে আসতে চলেছে। জুনিয়র আসছে খুব শীঘ্রই। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা দেবেন। আমরা সারাজীবনের জন্য রূপসায়নের বন্ধনে বেঁধে গিয়েছি।"

বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। হাতে কেক, সঙ্গে ছোট্ট ছোট্ট জুতো, অভিনেত্রীর আনন্দ ধরছে না। এদিকে, তাঁরা এই সুখবর দিতেই হতভম্ব বেশিরভাগ। বিয়ের একমাসের মধ্যেই সুখবর? কেউ কেউ তো বলেও বসলেন, এত তাড়াতাড়ি? তাহলে নিশ্চই আগে থেকেই...

যদিও একথা বুঝতে অসুবিধা নেই, যে তাহলে কি তিনি বিয়ের আগে থেকেই অন্তঃসত্বা? প্রশ্ন উঠছে এমনই। কিছুদিন আগেই, কাঞ্চন এবং শ্রীময়ীর সন্তান আসার পরও অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আটমাসে কী করে সন্তান হয় তাঁদের? ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ে হয়। নভেম্বরে সন্তান হয়। এবার রূপসার প্রেগন্যান্সি নিয়েও চলছে আলোচনা।

Tollywood Actress Rupsa Chatterjee tollywood
Advertisment