২০১১ সাল, সা রে গা মা পা-র বিজেতা হয়েছিল আজমাত হোসেন। তারপর কিছুদিন লাইমলাইটে ছিল বটে, তাঁর কণ্ঠ পছন্দ করেছিলেন শ্রোতারা। তারপরে বছর আটের বিরতি। বিরতি বলবেন নাকি পরিস্থিতির শিকার, অন্ধকার হারিয়ে যায় আজমাত। এদিন ফের তাঁর দেখা মিলল ইন্ডিয়ান আইডলের অডিশন মঞ্চে।
সা রে গা মা পা ২০১১ এর বিজয়ী আজমত হুসেন আট বছর পর মঞ্চে ফিরে এলেন। ইন্ডিয়ান আইডল ১১-এর জন্য অডিশন দিয়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে প্রোমো প্রকাশ করেছে চ্যানেল, তরুণ গায়ক মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই বিচারক নেহা কক্কর তাঁকে চিনতে পেরেছেন।
আরও পড়ুন, স্কাইডাইভিংয়ের অঙ্কুশ-ঐন্দ্রিলা, দেখুন ভিডিও
নেহা তাঁকে চেনার পর নিজের কথা বলেন আজমাত। ছোটবেলায় তাঁর গলা পছন্দ করলেও পরের দিকে গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন গায়ক। বয়ঃসন্ধির জন্যই কারণেই গলা ভেঙে যায় তাঁর, আর তখনই ঝামেলার সূত্রপাত। একের পর এক ব্যর্থতা অন্ধকারের দিকে ঠেলে দেয় তাঁকে। মাদকের নেশায় জড়িয়ে পড়েন। বলতে বলতে গলা বুজে আসছিল আজমাতের।
আরও পড়ুন, ইন্ডিয়ান আইডল-এর প্রতি এপিসোডে কত টাকা পান নেহা-বিশাল-আদিত্য
আরও পড়ুন, বিগ বসে মিথ্যে সম্পর্ক তৈরি করব না: শহনাজ গিল
''প্রায় তিন বছর গান করিনি। এমনকী গান শুনতেনও না। কী করব বুঝতে পারছিলাম না। ভুল সঙ্গে চলে যাই,''আজমাত। আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে। আচমকাই সলমন আলির ছবি দেখে, সেও সা রে গা মা পা-এর বিজেতা পরে ইন্ডিয়ান আইডলে যান। তাঁকে দেখেই মূলস্রোতে ফিরে আসার বল পান আজমাত। ঠিক করেন গান গাইবেন।