/indian-express-bangla/media/media_files/2025/01/17/RISOdNeko1U1YKBny40P.jpg)
অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পর কেমন আছেন সইফ?
Saif ali khan Discharge Date: নিজের বাড়িতেই বুধবার মধ্য়রাতে আক্রান্ত হন পতৌদি নবাব সইফ আলি খান। অস্ত্রোপচারের পর আপাতত বিপন্মুক্ত অভিনেতা। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বান্দ্রা যে সেলেবদের জন্য একেবারেই নিরাপদ নয় সইফের ঘটনা যেন আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
শাহরুখ-সলমানে খুনের হুমকির ঘটনা তো আগেই ঘটেছে। ভাইজানের বাড়ির সামনে গুলিও চলেছে। কিন্তু, সইফকে ছ'বার ছুরির কোপ সব ঘটনার ঊর্ধে। হাসপাতালে সইফকে দেখতে গিয়েছেন পরিবারের সদস্যরা। এসেছিলেন শাহরুখ খানও। ইন্ডাস্ট্রির সতীর্থরাও সইফের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ছুরিকাঘাতের ২৪ ঘণ্টা পর কেমন আছেন ছোটে নবাব সইফ আলি খান?
ঘাড়, হাত, শিরদাঁড়ায় মারাত্মক চোট পেয়েছেন অভিনেতা। মেরুদণ্ড থেকে প্রায় আড়াই ইঞ্চি মতো ছুড়ির অংশ অস্ত্রোপচার করে বের করা হয়েছে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সইফ এখন অনেকটাই সুস্থ আছেন। অস্ত্রোপচারের জন্য সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা।
মধ্যরাত পর্যন্ত অচৈতন্যই ছিলেন সইফ। হাসপাতালে রাত জেগেছেন পরিবারের সদস্যরা। চিকিৎসকরা আশা করছেন, সইফ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আগামী দু থেকে তিনদিনের মধ্যেই হয়তো ছেড়ে দেওয়া হবে। দুই ছেলেকে নিয়ে দিদি করিশ্মার বাড়িতে আশ্রয় নিয়েছেন করিনা।
সইফের হেলথ আপডেট প্রসঙ্গে ডাঃ নীতিন ডাঙ্গে বলেছেন, 'সইফ এখন পুরোপুরি ঠিক আছেন। চারটি মারাত্মক ক্ষত, আর দুটি জায়গার চোট অতটা গুরুতর নয়। সইফের পিঠে আড়াই ইঞ্চি ছুরির অংশ গেঁথে ছিল। যদি আর একবার ছুরির কোপ পরত তাহলে হয়তো পঙ্গু হয়ে যেতে পারতেন।' ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে ধরা পরেছে আততায়ীর মুখ।
আরও পড়ুন: 'শর্মিলাদি, করিনা কাপুর ও পরিবারের জন্য সমব্যথী', সইফকে ছুরিকাঘাতের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
ক্যামেরার দিকে তাকাতে তাকাতেই সিঁড়ি দিয়ে ঊর্ধ্বশ্বাসে নামার মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ওই ব্যক্তির খোঁজে পুলিশ। এখনও তাঁর পরিচয় জানা যায়নি। সইফিনার ছোট ছেলে জেহ-র ন্যানির বয়ান অনুযায়ী, ওই দুষ্কৃতি তাঁর কাছে এক কোটি দাবি করেছে।
আরও পড়ুন: ১ কোটির লোভেই সইফকে প্রাণঘাতী আক্রমণ? শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে