/indian-express-bangla/media/media_files/2025/10/12/wqewqeqw-2025-10-12-16-56-34.jpg)
অমৃতা প্রসঙ্গে
Saif Ali Khan Ex Wife Amrita Singh: সইফ আলি খান ও অমৃতা সিংয়ের প্রেমকাহিনি আজও পেজ ৩-এর হট কেক। পরিচালক রাহুল রাওয়াইলয়ের সিনেমায় অভিষেক হওয়ার কথা ছিল সইফের। কিন্তু, ঘটনাচক্রে সেই ছবি থেকে বাদ পড়েন পতৌদি নবাব। তবে সেই ঘটনা সইফের জন্য ছিল সাপে বর হওয়ার মতো। জীবনে এসেছিল এক গুরুত্বপূর্ণ মোড়। কারণ সেই সিনেমার সেটেই প্রথম দেখা হয় অমৃতা সিংয়ের সঙ্গে। তখন তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। খুব অল্প সময়েই তাঁরা পরস্পরের কাছাকাছি আসেন এবং ১৯৯১ সালে সিনেমায় সইফের হাতেখড়ির আগেই বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। উত্থান-পতনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছিল তাঁদের বৈবাহিক জীবন।
সইফ-অমৃতার বিচ্ছেদ বিনোদন জগৎ-এ রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। কাজল ও টুইঙ্কল খন্নার নতুন টক শো Too Much with Kajol & Twinkle-এ সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন সইফ। সেখানে তিনি বলেছেন কীভাবে অমৃতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। অমৃতা প্রসঙ্গে সইফ বলেন, 'আমি আগেও বলেছি ২১ বছর মানে অনেকটাই ছোট। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। আমরা জানি যে সব কিছু ঠিকঠাক চলেনি কিন্তু আমরা দু'জন খুব ভাল বাবা-মা। আমি এটা আগে কখনও বলিনি অমৃতা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। সিনেদুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে সাহায্য করেছিলেন। অনেক কিছু বুঝতে সাহায্য করেছিলেন। তাঁর অবদান ও সহায়তা সত্যিই অতুলনীয়। দুঃখের বিষয়, আমাদের সম্পর্ক টিকল না।'
আরও পড়ুন পতৌদি নবাব হয়েও বাবার পকেট থেকে টাকা চুরি! শৈশবের সংগ্রাম নিয়ে সোজাসাপটা সইফ
এ কথা শুনে কাজল মজার ছলে বলেন, 'তবে উনি তোমাকে বেশ ভালভাবে মানুষ করেছেন।' সাইফ হেসে উত্তর দেন, 'সেই সময়টা ছিল আমার শেখার সময়। উনি একজন অসাধারণ মা। আমি ভাগ্যবান যে আমরা এখনও ভালভাবে পরস্পরের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছি। সাধারণত আমরা শুধু গুরুত্বপূর্ণ বিষয়েই কথা বলি। আর সেটা তখনই হয় যখন আমি হাসপাতালের বেডে থাকি।' হাসতে হাসতে তিনি যোগ করেন, 'যা বেশ ঘন ঘনই ঘটে। যোগাযোগটা আজও নিয়মিতই আছে।'
সম্প্রতি, ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা সইফ-অমৃতার বিয়ের স্মৃতি রোমন্থন করেছেন। তাঁরাও তো সেই বিয়ের সাক্ষী ছিলেন। ডিজাইনার দুজন জানান, এই বিয়ের খবর ছিল দুই পরিবারের কাছেই গোপন ছিল। যার ফলে প্রথমেই কিছু অশান্তি হয়। নম্রতা জাকারিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা বলেন, বিয়েতে একসঙ্গে উপস্থিত ছিলেন এক মৌলবী ও এক শিখ পুরোহিত। সেই সময় অমৃতার নতুন নামকরণও করা হয়।
তাঁরা বলেন, 'সেখানে এক সর্দারজি পণ্ডিতও বসেছিলেন। অমৃতা যা হাতে পেয়েছিলেন তাই পরে নিয়েছিলেন। কারণ সময় একদম ছিল না। সৌভাগ্যবশত, তিনি মায়ের কাছ থেকে কিছু সুন্দর গয়না পেয়েছিলেন। মৌলবী অমৃতাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী? নামটা A দিয়ে শুরু হতে হবে। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম আর পণ্ডিত বললেন, ‘আজিজা’। পুরো ঘটনাটায় আমরা তাজ্জব বনে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে অমৃতার মা ফোন করেছিলেন। পরে অবশ্য সব মনোমালিন্য দবর হয়ে যায়।'
আরও পড়ুন 'সইফকে আমার থেকে বেশি ভয় পায়', জেহ-তৈমুরকে কী ভাবে বড় করছেন সইফিনা? ফাঁস করলেন বেবো