Laapataa Ladies-Bengali Serial: বলিউডের বউ বদলের গল্প এবার বাংলা ধারাবাহিকে, 'লাপাতা লেডিজ'-র টেলি সংস্করণে অভিষেক কন্যা

Kone Dekhaa Aalo-Laapataa Ladies: ভাগ্যের ফেরে শহুরে বনলতা আর গ্রামের লাজবন্তীর জীবন বদলে যাবে। সুপারহিট বলিউড মুভি 'লাপাতা লেডিজ'-এর আদলে নতুন বাংলা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা।

Kone Dekhaa Aalo-Laapataa Ladies: ভাগ্যের ফেরে শহুরে বনলতা আর গ্রামের লাজবন্তীর জীবন বদলে যাবে। সুপারহিট বলিউড মুভি 'লাপাতা লেডিজ'-এর আদলে নতুন বাংলা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

'লাপাতা লেডিজ'-র গল্প এবার বাংলা ধারাবাহিকে

Kone Dekhaa Aalo: আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের নির্দেশনায় ২০২৪-এর ১ মার্চ মুক্তি পেয়েছিল লাপাতা লেডিজ। মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। শহুরে ও গ্রাম বাংলার প্রেক্ষাপটে এক অন্য প্রেমের গল্প বুনেছিলেন কিরণ। ঘোমটার আড়ালে বউ বদলের গল্প 'লাপাতা লেডিজ'। এবার ঘোমটার গ্যাঁড়াকলে বউ বদলে যাওয়ার গল্প বাংলা মেগায়।

Advertisment

আরও পড়ুন বেঞ্চের উপর টুল তার উপর নায়ক-নায়িকা! বাইকের দৃশ্যের শুটিং দেখলে তাজ্জব বনে যাবেন, দেখুন ভিডিও

জি বাংলার নতুন ধারাবাহিক 'কনে দেখা আলো'। এই সিরিয়ালের মাধ্যমে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়ের। ধারাবাহিকের প্রোমো মুক্তি পেতেই প্রশংসায় ভাসছেন নবাগতা অভিনেত্রী। সাইনার সঙ্গে এই মেগায় অভিনয় করছেন ছোট পর্দার আরও এক অভিনেত্রী নন্দিনী দত্ত।

Advertisment

 'দুই শালিক' ধারাবাহিকে প্রশংসিত হয়েছিল নন্দিনীর অভিনয়। দুই নায়িকার বিপরীতে দুজন নায়ক কারা? তাঁরাাও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। একজন সোমরাজ মাইতি অপরজন 'মিঠিঝোরা' খ্যাত মৈনাক ঢোলে। সাইনা ও নন্দিনীর বিপরীতে কে থাকছেন সেই উত্তেজনাও জিইয়ে রাখল জি বাংলা। এবার আসা যাক গল্পের প্রেক্ষাপটে।

আরও পড়ুন বাংলা মেগা 'বুলেট সরোজিনী'র স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড, কী জানাচ্ছেন অভিনেত্রী মল্লিকা?

প্রোমোতে দেখা যাচ্ছে শহুরে মেয়ে বনলতা, যে চরিত্রে অভিনয় করছেন নন্দিনী আর গ্রাম্য বধূর ভূমিকায় সাইনা। শহুরে বনলতা আর গ্রামের লাজবন্তীর জীবন বদলে যায় ঘটনার পাকেচক্রে। বিয়ের প্রেক্ষাপটে লেখা এই গল্পে অদলবদল হয়ে যায় দু'জনের ভালোবাসার ঠিকানা।

আরও পড়ুন দাদা-বোনের গল্পে প্রেমের পরশ, শুরু হচ্ছে নতুন মেগা 'দাদামণি', কোথায় কখন দেখবেন?

প্রাথমিকভাবে প্রোমো থেকে অনুমান লাপাতা লেডিজের আদলেই নির্দিষ্ট সময়ে ড্রইং রুমে বাংলা মেগার দর্শকের কাছে পৌঁছে এই নতুন ধারাবাহিক। ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্পই কনে দেখা আলো। ঘটনাচক্রে বউ বদলের সঙ্গে ধারবাহিকে আর কী টুইস্ট থাকছে তা জানতে তো একটু ধৈর্য ধরতেই হবে। লাস্ট বাট লট ইন লিস্ট, নতুন মেগার আগমনে কোন ধারাবাহিকের টাইম স্লটে কোপ পড়বে। 

আরও পড়ুন 'আনন্দী'-তে 'সুপার টুইস্ট', দেড় বছর পর গ্র্যান্ড কামব্যাক 'ওগো নিরুপমা' খ্যাত অর্কজার

Bengali Serial