/indian-express-bangla/media/media_files/2025/10/13/cats-2025-10-13-11-58-44.jpg)
তিক্ততা ভুলে বন্ধুত্ব
Arijit Singh-Salman Khan-Bigg Boss 19: সালটা ছিল ২০১৪। সেই বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে সলমন খান-অরিজিৎ সিংয়ের ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। সেই অনুষ্ঠানে সঞ্চালকের আসনে ছিলেন ভাইজান। অরিজিৎ যখন মঞ্চে পুরস্কার নিতে ওঠেন তখন সলমন মজার ছলে জিজ্ঞেস করেন তিনি কি ঘুমিয়ে পড়েছিলেন? অরিজিৎ-ও হাসি মুখে পালটা জবাবে বলেছিলেন, 'আপনারা এমন সঞ্চালনা করছেন যে ঘুমিয়ে পড়েছিলাম।'
এই মজাটা মোটেই ভালভাবে নেননি সলমন। ভরা মঞ্চে এমন মন্তব্যে অপমানিত হয়েছিলেন। সেখান থেকেই শুরু হয় নীরব দ্বন্দ্ব। অরিজিৎ-এর মন্তব্যে সলমন অসন্তুষ্ট বা অসম্মানজনক মনে করেছেন বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছিলন গায়ক। যদিও অভিমানের বরফ তখন গলেনি। তবে বিগ বস ১৯-এ উইকএন্ড কা ভার-এ সলমন নিশ্চিত করেছেন, বর্তমানে তাঁরা ভাল বন্ধু।
আরও পড়ুন 'তেরে নাম-এর টাইটেল ট্র্যাক শুনে কাঁদতেন আর...', ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় কী করতেন সলমন?
বলিউড সুপারস্টার সালমন খান ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মনোমালিন্য একসময় হয়ে উঠেছিল বিনোদন জগতের চর্চিত টপিক। বহু বছর পর সালমন স্পষ্ট করে দিলেন তাঁদের মধ্যে আর কোনও মনোমালিন্য নেই বরং এখন তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। সম্প্রতি উইকএন্ড কা ভার-এ কৌতুক অভিনেতা রবি গুপ্তা মজার ছলে বলেন, তিনি সালমনের সঙ্গে দেখা করতে একটু ভয় পাচ্ছিলেন। কারণ অনেকে বলেন তাঁর চেহারার সঙ্গে অরিজিৎ সিংয়ের সাদৃশ্য রয়েছে। এই কথা শুনে তো হেসে খুন সলমন।
তখনই ভাইজান বলেন, অরিজিতের সঙ্গে তাঁর এখন খুবই ভাল সম্পর্ক। তিনি স্বীকার করেন অতীতে তাঁদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির জন্য। সলমন আরও জানান, অরিজিৎ তাঁর জন্য ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে গান গেয়েছেন। যার মধ্যে রয়েছে টাইগার ৩ এবং তাঁর আগামী ছবি ব্যাটল অব গ্যালওয়ান-এর জন্যও অরিজিৎ গান গাইছেন।
ভাইজানের বক্তব্য, 'অরিজিৎ আর আমি এখন খুব ভাল বন্ধু'। প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে সলমনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বহু চেষ্টা করেন। তিনি ফেসবুকে এক আবেগঘন পোস্টে সালমনের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান এবং সুলতান ছবি থেকে যেন তাঁর গাওয়া গানটি বাদ না দেওয়ার অনুরোধও করেন।
কিন্তু ভাইজানের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে পরবর্তীতে তিনি পোস্টটি সরিয়ে দেন। অবশেষে ২০২৩ সালের অক্টোবরে সালমানের বাড়িতে দু'জনকে একসঙ্গে দেখা যায়। যা ছিল তাঁদের পুনর্মিলনের প্রথম ইঙ্গিত। পরে টাইগার ৩-এ অরিজিতের গাওয়া গান প্রকাশ্যে এলে প্রমাণ হয় অতীতের সমস্ত ভুল বোঝাবুঝি সত্যিই মিটে গিয়েছে।
আরও পড়ুন অরিজিৎ-এর কণ্ঠে রোম্যান্সের হাতছানি, এই গানগুলো শুনলে ঝড় ওঠে প্রেমিক হৃদয়ে