/indian-express-bangla/media/media_files/2025/06/26/salman-khan-ispl-2025-06-26-17-26-05.jpg)
ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেন তিনি?
Salman Khan : সলমন খান – বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত তারকা, যিনি শুধুই তার অভিনয়ের জন্য নয়, বরং ব্যক্তিগত জীবনের নানা ঘটনাতেও বারবার শিরোনামে আসেন। গত বছর মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ গুলিবর্ষণের ঘটনা তাকে নতুন করে আলোচনায় এনে দেয়। এরপর, নিজের ও পরিবারের সুরক্ষার কথা ভেবে সলমন বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস বসানোর সিদ্ধান্ত নেন।
এক সময় ঈদ বা বিশেষ দিনে, গ্যালাক্সির বারান্দা থেকেই তিনি অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেন। কিন্তু এখন সেই বারান্দায় সলমনকে দেখা যায় কাচের আড়াল থেকে। বরাবরের মতো এবার ঈদেও তিনি তার পরিবারের সঙ্গে বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন, তবে সেই অভ্যর্থনা এসেছে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে।
Bangladesh Plane Crash: বাংলাদেশের বিমান দুর্ঘটনায় তারকা বনাম উপদেষ্…
নিরাপত্তার অতিরিক্ত ব্যবস্থা কেন?
ETimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, অনেক সময় লোকজন তার বারান্দায় উঠে ঘুমিয়ে পড়ত, কেউ কেউ ঢুকে পড়ত বাড়ির ভেতরেও। এ কারণেই বারান্দায় নিরাপত্তা বলয়ের প্রয়োজন অনুভব করেন তিনি।
Ratan Thiyam: নক্ষত্রপতন! প্রয়াত ভারতীয় থিয়েটারের কিংবদন্তি..
হত্যার হুমকি ও মানসিক চাপ
কয়েক মাস আগেই সলমন একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে হত্যার হুমকি পান। হুমকিদাতা জানায়, গাড়িতে বোমা রেখে তাকে হত্যা করা হবে। তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গুজরাটের ভদোদরার বাসিন্দা এবং তার মানসিক স্থিতি নিয়েও প্রশ্ন আছে। পুলিশ তার পরিবারের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই চালিয়ে যাচ্ছে। সলমনের বিরুদ্ধে চলা দীর্ঘস্থায়ী হুমকির সূত্রপাত হয়েছিল ১৯৯৮ সালে 'হম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিংয়ের সময়, যখন তার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পবিত্র, আর সেই ঘটনার পর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানকে টার্গেট করে আসছে।
সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায়, বিষ্ণোইয়ের ভাই আনমোল দায় স্বীকার করে। এমনকি সলমনের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিক বাবা সিদ্দিকিও এই সংঘর্ষে প্রাণ হারান।