Samantha Insta story: দক্ষিণের প্রথমসারির অভিনেত্রীর তালিকার শীর্ষে থাকেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ ও প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চায় রয়েছেন সামান্থা। সেই সঙ্গে তো নিজের কাজও জগৎ-ও রয়েছে। ব্যক্তিগত জীবন ও কর্মজীবন নিয়ে লাইমলাইটে রয়েছেন দক্ষিণী সুন্দরী। অতীতে নাগাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করলেও সাম্প্রতিক কালে নাগা-শোভিতার বিয়ে নিয়ে মুখে কুলুপ সামান্থার। কিন্তু, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে অভিমানের সুর নেই সে কথাও কিন্তু, অস্বীকার করার উপায় নেই।
নাগার সঙ্গে বিচ্ছেদের পর বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন সামান্থা। অনেক ঝড়-ঝাপটা সামলে নিজের অস্তিত্ব বজায় রেখেছেন স্যাম। জীবনের উঠা-পড়ার মধ্যেও যে এগিয়ে চলছেন সেই ইঙ্গিত মিলেছে সামান্থার নতুন পোস্টে। তিনি লিখেছেন, 'সফল হওয়ার জন্য ব্যর্থতারও প্রয়োজন আছে'।
আরও পড়ুন: শোভিতার সঙ্গে নতুন শুরু নাগার, সেলিব্রেশন মুডে প্রাক্তন স্ত্রী সামান্থা!
ইনস্টা স্টোরিতে আরও একটি পোস্ট শেয়ার করেছেন সামান্থা। যেখানে স্টিভ জোবসের উক্তি ব্যবহার করেছেন। যার অর্থ, 'জিততে যেমন কয়েক বছর সময় লাগে তেমনই চরিত্র তৈরি করতেও কয়েকটা বছর প্রয়োজন'। সামান্থা তাঁর ইনস্টা স্টোরিতে আরও একটি লেখা শেয়ার করেন যা তাঁর মিড-উইকের মোটিভেশন বা বছর শেষের উপলদ্ধি।
বেশ কয়েকটি লাইনের মধ্যে দিয়ে অভিনেত্রী বলতে চেয়েছেন, এটি অত্যন্ত ব্যস্ততম একটি বছর। নিজেকে আরও অনেক উন্নত করতে হবে যাতে আর্থিকভাবে আরও সচ্ছ্বল হওয়া যায়। সেই সঙ্গে প্রয়োজন একজন বিশ্বস্ত সঙ্গীর। পুরো বছরে যে স্বপ্নটা পূরণ হয়নি সেটা পূরণ করতে হবে। আয়ের অনেক পথ উন্মুক্ত করতে হবে। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। যদি মা হতে চান তাহলে তো দারুণ ব্যাপার। আর যদি তা নয় তাহলে সতর্ক থাকুন।
আরও পড়ুন: শোভিতার সঙ্গে সুখী দাম্পত্যে নাগা, সামান্থাও পেলেন ভালবাসার খোঁজ?
সম্প্রতি সামান্থা সোশ্যাল মিডিয়ায় ভালবাসা নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। যেখানে লেখা 'Saasha-র ভালবাসার মতো আর কোনও ভালবাসা হয় না।' উল্লেখ্য, Saasha সামান্থার পোষ্য। একটি টেবিলের উপর রাখা চায়ের কাপ আর একটি জলের গ্লাস। আর সামনে সোফায় বসে অভিনেত্রী। পোষ্যর সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন।