Sandy Saha: মজা করত গিয়ে মৃত্যুমুখে স্যান্ডি, বরাতজোরে প্রাণে বাঁচলেন অভিনেতা-ইউটিউবার! ভিডিও দেখলে শিউরে উঠবেন

Sandy Saha Viral Video: ঠাকুরপুকুর কাণ্ড থেকে সিরিয়াল থেকে ছাটাই, গতমাসে একের পর এক ঘটনা ঘটেছে স্যান্ডি সাহার জীবনে। এবার তো একেবারে মৃত্যুমুখ থেকে ফিরলেন। ভিডিও দেখলে আঁতকে উঠবেন।

Sandy Saha Viral Video: ঠাকুরপুকুর কাণ্ড থেকে সিরিয়াল থেকে ছাটাই, গতমাসে একের পর এক ঘটনা ঘটেছে স্যান্ডি সাহার জীবনে। এবার তো একেবারে মৃত্যুমুখ থেকে ফিরলেন। ভিডিও দেখলে আঁতকে উঠবেন।

author-image
Kasturi Kundu
New Update
বরাতজোরে প্রাণে বাঁচলেন অভিনেতা-ইউটিউবার

বরাতজোরে প্রাণে বাঁচলেন অভিনেতা-ইউটিউবার

Sandy Saha MTV Roadies: মাত্র এক মাস আগের ঘটনা। রাতভোর পার্টি করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মারাত্মক কাণ্ড ঘটিয়েছিলেন বাংলা মেগার পরিচালক ভিক্টো দাস। এক নিরীহ ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছিলেন। অনিয়ন্ত্রিত গতিতে আহত হয়েছিল অনেকেই। সেই ঘটনার জেরে তোলপাড় হয়েছিল স্টুডিওপাড়া। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ঘটনায় নাম জড়িয়েছিল জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। যদিও তিনি বারবার বলেছিলেন, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না। তবুও ভিডিও বউমা ধারাবাহিক থেকে বাদ পড়েছেন। সেসব এখন অতীত। সোশ্যাল মিডিয়ায় যাঁরা স্যান্ডি সাহাকে এখনও ফলো করেন বা যাঁরা ওঁর ভক্ত তাঁদের জন্য রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। এবার তো মৃত্যুমুখ থেকে ফিরেছেন স্যান্ডি সাহা। প্র্যাঙ্ক করতে গিয়ে রীতিমতো প্রাণ হারাচ্ছিলেন! বরাতজোরে বেঁচে ফিরলেন অভিনেতা ও ইউটিউবার স্যান্ডি।

Advertisment

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে MTV Roadies-এ অংশ নিয়েছিলেন। সেখানেই মজা করতে গিয়ে মারাত্মক বিপদে পড়েছিলেন স্যান্ডি।  MTV চ্যানেলের তরফে সেই হাড় হিম করা ভিডিওটি শেয়ার করা হয়েছে। যা দেখে তাজ্জব বনে গিয়েছে দর্শক। সেখানে দেখা যাচ্ছে বাঘের ছাল পড়ে প্র্যাঙ্ক করার জন্য প্রস্তুত স্যান্ডি। আর সেই সময় সেখানে উপস্থিত অনেকেই ভেবেছে সত্যিই পালে বাঘ পড়েছে। অনেকে তো এসে তাঁকে মারধরও করে। প্রাণ সংশয় হয়ে যায় স্যান্ডির। অবশেষে চ্যানেল কতৃপক্ষ এসে তাঁকে উদ্ধার করে।

আরও পড়ুন সাফল্য সেলিব্রেট করতে গিয়েই সব শেষ! ঠাকুরপুকুর কাণ্ডে কাজ হারালেন স্যান্ডি, ঋ-র পরিবর্তে অন্য মুখ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'এবছর আমি সোশ্যাল মিডিয়া হোস্ট হিসেবে MTV Roadies-এ গিয়েছিলাম। সেখানেই প্র্যাঙ্ক করতে গিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি। মুনার হিল স্টেশনের জঙ্গলে বাঘ এসেছিল বলে আমি নিজে বাঘ সেজে ভয় দেখাব বলে ক্যাম্পের ভিতর লুকিয়ে ছিলাম। দুজন প্রতিযোগী ভাবে সত্যিই বাঘ এসেছে। সেই জন্য ওঁরা লাঠি-আগুন নিয়ে ক্যাম্পের দিকে ছুটে আসে। ক্যাম্পের ভিতরে কে আছে সেটা না জেনেই ওরা আগুন ধরিয়ে দেয়। বুঝতে পেরে আমি কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে আসি। না হলে ওখানেই মরে যেতাম।'

Advertisment

প্রসঙ্গত, ঠাকুরপুকুর কাণ্ডে যাঁরা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলেন তাঁরা স্যান্ডি সাহা ও ঋ। কোনওরকম নোটিশ ছাড়াই চ্যানেলের তরফে জানিয়ে দেওয়া হয় স্যান্ডি সাহাকে আর দেখা যাবে না এই ধারাবাহিকে। তাঁর চরিত্রটাই পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ঋ-র চরিত্র বাদ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে এসেছেন রিমঝিম। অতীত ভুলে জীবনে সামনের দিকে এগিয়ে গিয়েছেন স্যান্ডি। 

Sandy Saha viral youtuber Bengali Actor Bengali News Bengali Serial