মঙ্গলবার মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের ঘটনায় পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে জেরা করেছেন। তারপরেই পুলিশের তরফে জানান হয়, ডেট না মেলায় সুশান্তের সঙ্গে চারটি ছবির কাজই করা হয়নি সঞ্জয় লীলা বনশালীর। পরবর্তীতে অন্য হিরোদের কাস্ট করা হয়েছে সেই সমস্ত ছবিতে।
প্রসঙ্গত, গত ১৪ জুন নিজের বান্দ্রার বাড়িতে আত্মঘাতী হন বলিউড অভিনেতা সুশান্ত। বান্দ্রা পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পেশাগত শ্রত্রুতার দিকটিও খতিয়ে দেখছে। সোমবার এই প্রসঙ্গেই সঞ্জয় লীলা বনশালীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সিনিয়র পুলিশ আধিকারিক জানান জিজ্ঞাসাবাদেই জানা গিয়েছে, ডেটের সমস্যার কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে পারেননি পরিচালক।
আরও পড়ুন, নেতাজী’র সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে শাহরুখের! চাঞ্চল্যকর তথ্য
পুলিশ তদন্ত করে দেখছে কেন বনশালীর সঙ্গে ছবি করতে পারেননি সুশান্ত এবং সে কারণেই অন্যান্য প্রযোজনা সংস্থারগুলির সঙ্গে অভিনেতার চুক্তিপত্রও দেখছে তারা। আধিকারিক জানিয়েছেন, এই মামলার সমস্ত গুরুত্বপূর্ণ সম্ভাবনারই তদন্ত হবে। সুশান্তের পরিবার সহ এখনও পর্যন্ত ৩৪ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। তাদের মধ্যে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরাও রয়েছেন।
আরও পড়ুন, সুশান্তের মৃত্যুতে নৃশংস অভিযোগের তীর, ভেঙে পড়েছেন করণ
অভিযোগ উঠেছে সুশান্তের টুইটার হ্যান্ডেল থেকে টুইট মুছে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার আগেই। এ বিষয়েও টুইটার কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এছা়ড়াও জানান হয়েছে, সুশান্তের বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সুশান্তের বাড়ির ভেতরে কোনও সিসিটিভি ছিল না। কিছুদিন আগেই অভিনেতার ভিসেরা রিপোর্ট পেয়েছিল পুলিশ। ক্যামিক্যাল ও ফরেনসিক বিশেষজ্ঞদের মতে সুশান্তের মৃত্যুর কারণ হিসাবে ঝুলে পড়ার কথাই বলা হয়েছে। এখনও ফরেনসিল ল্যাব রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন