/indian-express-bangla/media/media_files/2025/10/30/sanjay-2025-10-30-10-37-55.png)
সত্যিই কি তাঁরা বিয়ে করলেন?
Sanjay Mishra-Mahima Chaudhury: পরনে গোলাপি রঙের টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না! মাথায় ঘোমটা দিয়ে সেজেগুজে সকলের সামনে এসে দাঁড়ালেন তিনি। সঙ্গে বলিউডের অভিনেতা সঞ্জয় মিশ্র। তার পরনে শেরওয়ানি। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী ও প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রকে বিয়ের সাজে দেখা যাওয়ার পরই, একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁদের একটি বাসভবন থেকে বেরিয়ে পোজ দিতে দেখা যায়। আর সেই দৃশ্য দেখেই নেটিজেনদের মধ্যে জল্পনা- তবে কি সত্যিই গাঁটছড়া বাঁধলেন মহিমা ও সঞ্জয়?
সত্যিটা কী?
ক্যানসারকে জয় করে মহিমা ফিরেছিলেন কঙ্গনা রানাউতের ছবিতে। এখন অনেক ভাল আছেন। কিছুদিন আগেই মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। তবে, তাঁদের বিয়ের গল্প কি সত্যি? এই যে তাঁরা ধরা দিলেন এভাবে? বাস্তবে এই দু'জনের বিয়ে হয়নি। ভাইরাল ভিডিওটি তাঁদের আসন্ন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি’–র একটি প্রোমো শুটের অংশ। সিদ্ধান্ত রাজ পরিচালিত, এই হিন্দি ছবিটি শীঘ্রই মুক্তি পাবে। তবে মুক্তির সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
Rajinikanth-Dhanush Bomb Threat: বোমা হুমকিতে আতঙ্ক! শ্বশুর-প্রাক্তন জামাইয়ের বাড়িতে পুলিশ
গত সপ্তাহেই নির্মাতারা ছবি রিলিজের ঘোষণা করেন। একটি মোশন পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে আসে সেই গল্প। সেখানে ক্যাপশনে লেখা ছিল, "অবশেষে বউকে খুঁজে পাওয়া গিয়েছে, এবার তৈরি হয়ে যান সকলে, বরযাত্রী এবার রওনা দিতে প্রস্তুত।"
কারা আছেন ছবিতে?
এই ছবির অন্যতম প্রধান চরিত্রে আছেন, মহিমা চৌধুরী- যিনি ‘পরদেশ’, ‘ধড়কন’ ও সম্প্রতি নেটফ্লিক্সের ‘নাদানিয়ান’-এ অভিনয় করেছেন। অন্যদিকে, ‘মাসান’-এর খ্যাত অভিনেতা সঞ্জয় মিশ্রকে শেষবার দেখা গিয়েছিল ‘হীর এক্সপ্রেস’ সিনেমায়। তাঁর সঙ্গে ছিলেন দিভিতা জুনেজা, প্রীত কামানি এবং আশুতোষ রানা।
Dev-Shubhashree: ভেঙে পড়ল ব্যারিকেড! দেবকে ছুঁয়ে দেখার হিড়িক, শুভশ্রীকে নিয়ে যা কাণ্ড হল..
পাপারাজ্জিদের সম্মুখে তাঁরা যখন এলেন তখন অনেকেই ভাবতে বসলেন, সত্যিই কি তাঁরা বিয়ে করে ফেললেন? দুজনের মধ্যে যে মিষ্টি খুনসুটি নজরে পড়ল তা সত্যিই দেখার মতো।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us