/indian-express-bangla/media/media_files/2025/10/26/satish-2025-10-26-10-28-22.jpg)
কী হয়েছিল তাঁর সঙ্গে...
Satish Shah Demise: প্রবীণ অভিনেতা সতীশ শাহ, শনিবার ৭৪ বছর বয়সে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। টেলিভিশনের কাল্ট সিটকম, সারাভাই ভার্সেস সারাভাই-এ ইন্দ্রবদন সারাভাইয়ের চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় তাঁকে ঘরে ঘরে পরিচিত করেছিল। তবে হিন্দি সিনেমায় তিনি সমানভাবে স্মরণীয় কুন্দন শাহ-এর কালজয়ী ছবি 'জানে ভি দো ইয়ারো' (১৯৮৩)-এর জন্যও। এই ছবির নির্মাণ ও অভিজ্ঞতা নিয়ে সতীশ প্রায়ই পুরনো সাক্ষাৎকারে মধুর স্মৃতিচারণ করতেন।
কী হয়েছিল তাঁর সঙ্গে?
কোমল নাহতার চ্যাট শো, 'অউর এক কাহানি'-তে সতীশ প্রকাশ করেছিলেন যে ছবিটি মাত্র ৮ লক্ষ টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং তাঁকে কিস্তিতে ৫০ থেকে ১০০ টাকার চেক দেওয়া হতো। তিনি বলেন, “আমার পারিশ্রমিকও ছবির বাজেটের মতোই ক্ষুদ্র ছিল। আমি টাকাগুলো কিস্তিতে পেতাম- কখনও ৫০, কখনও ১০০ টাকা।”
সতীশ বিশ্বাস করতেন, জানে ভি দো ইয়ারো-এর সাফল্য ছিল সম্পূর্ণ ঈশ্বরের আশীর্বাদ। তাঁর কথায়, "ওই সিনেমাটা ভাল হয়েছে, হিট হয়েছিল, কারণ ঈশ্বর আমাদের পাশে ছিলেন। এর নির্মাণকালীন ঘটনাগুলো নিয়ে একটি বই লেখা যেতে পারে।"
অন্য এক সাক্ষাৎকারে তিনি জানান, শুটিংয়ের সময় কেউই ছবিটিকে কৌতুক বা হাসির বলে মনে করেননি। তিনি বলেন, "আমরা কেউ হাসছিলাম না। হাসার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। কেবল কুন্দনই বিশ্বাস করতেন যে এই সিনেমাটা মজাদার হবে। আমরাও তাঁর বিশ্বাসের ওপর ভরসা রেখেছিলাম।"
Satish Shah Last Post: মৃত্যুর আগে শাম্মি স্মরণে সতীশ, সোশ্যালে ভাইরাল প্রয়াত অভিনেতার শেষ পোস্ট
ছবির বাজেট নিয়েও পরে প্রভাব
ছবির বাজেট এত সীমিত ছিল যে পরিচালক, অভিনেতাদের নিজেদের প্রিমিয়ারের টিকিট কিনতে বলেন। সতীশ বলেন, "কুন্দন আমাদের প্রত্যেককে নিজের টিকিট নিজেকে কিনতে বলেছিলেন- তখনই বুঝেছিলাম এটা কতটা কঠিন পথ হতে চলেছে।"
জানে ভি দো ইয়ারো সতীশ শাহের কেরিয়ারে এক বড় মোড় ঘুরিয়ে দেয়। এফটিআইআই থেকে সদ্য স্নাতক হওয়া এই অভিনেতা ছবির মাধ্যমে নিজের নিখুঁত কমিক টাইমিং এবং অভিনয় দক্ষতা প্রদর্শন করেন। পরবর্তীতে ইয়ে জো হ্যায় জিন্দেগি (1984) শোয়ের মাধ্যমে তিনি ভারতের অন্যতম প্রিয় কমেডি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us